বলুনঃ সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে। নিশ্চয় মিথ্যা বিলুপ্ত হওয়ারই ছিল। [১৭:৮১-পবিত্র কুরআন]
ওডেস্ক ভাইস প্রেসিডেন্ট অফ অপারেশনস, ম্যাট কুপারের সাথে আমি
আজ বিকেলে গুলশান ১ এ অবস্থিত ইমানুয়েলস বানকেট হলে অনুষ্ঠিত হয়ে গেল ওডেস্ক কনট্রাক্টর এপ্রেসিয়েশন ডে। সারাদেশ থেকে প্রায় চারশ ওডেস্কারকে আমন্ত্রণ করা হয়েছিল। অধিকাংশই উপস্থিত ছিল।
অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন ওডেস্ক ভাইস প্রেসিডেন্ট অফ অপারেশনস, ম্যাট কুপার। এছাড়াও ছিল ওডেস্কের নতুন কিছু বৈশিষ্ট নিয়ে আলোচনা, কনট্রাক্টরদের স্বীকৃতিদান, সফল কনট্রাক্টরদের পক্ষ থেকে সাফল্যের কিছু টিপস, প্রোফাইলের ধারণা ও গোলটেবিল আলোচনা এবং ওডেস্ক টিম এর সাথে ছবি তোলার সুযোগ।
আমি ও ওডেস্কের কনট্রাক্টর মার্কেটিং,মনিকা চুয়া
এখানে উল্লেখ্য যে, ওডেস্ক কনট্রাক্টর এপ্রেসিয়েশন ডে উদযাপনের জন্য মাত্র চারটি শহরকে (অস্টিন, ঢাকা, ইলিগান, ম্যানিলা) বাছাই করা হয় ভোটের মাধ্যমে। ধারাবাহিক ভাবে সবগুলো শহরেই অনুষ্ঠিত হবে কনট্রাক্টর এপ্রেসিয়েশন ডে। ঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল এর প্রথমটি।
সাইফুর, আমি এবং মামুন ভাই
আমি, মামুন ভাই আর সাইফুর এতে অংশগ্রহণ করি। যেখানে আমরা অনেকের সাথে পরিচিত হয়েছি এবং অনেক নতুন তথ্য জানতে পেরেছি। প্রতিটি টেবিলে দশ জন করে বসে আলোচনায় অংশ নিয়েছিল। মামুন ভাই ছিলেন আমাদের টেবিল লিড। সব মিলিয়ে এটি ছিল একটি আনন্দমুখর সন্ধ্যা।
গোল টেবলি আলোচনা ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।