অনেকদিন পর ব্লগে এলাম। মনে হল কিছু লিখি। তাই পুরনো কথা আবার বল্লাম।
ওডেস্কে আমরা অনেকেই কাজ করি। অনলাইনে কাজের খুবই ভাল একটি নির্ভরযোগ্য ওয়েবসাইট এই ওডেস্ক।
ফ্রিল্যান্সিং একটি কঠিন কাজ, আবার সহজ কাজও বটে। সহজ বলতে এখানে থাকবেনা কোন বসের কড়া কথা , কিংবা টিপিকাল অফিসের ঝামেলা। নিজের স্বাধীনতা এখানে অনেক ক্ষেত্রেই পাওয়া যায়। আজকে কিছু টিপস্ এর কথা লিখব, যেগুলো আপনারা ওডেস্ক ব্লগে পাবেন।
১।
প্রোফাইল: অনেক ফ্রিল্যান্সার আছেন ( যারা নতুন ) জব ক্যাটাগরি ইনটারেস্টে অনেক গুলো এরিয়া সিলেক্ট করেন। এটি করবেন্না কারন এতে করে আপনার স্পেশালিটি বুঝা যায়না । আপনি যদি ডাটা এন্ট্রির কাজ করতে চান, তাহলে শুধু সেটি সিলেক্ট করুন। কেও যদি ওয়েব সংশ্লিষ্ট কোন কাজ করতে চান, তাহলে শুধু সেটি সিলেক্ট করুন।
রেসুমে তে আপনার স্কিল গুলো লিখতে পারেন।
মনে রাখবেন কোন স্কিলে ৫/৫ তখনই দিবেন, যখন আপনি সেই বিষয়ে খুবই দক্ষ। তাছাড়া অন্য বিষয়গুলোও ফিলাপ করতে পারেন।
ইংরেজি স্কিল ( সেলফ এসেস্ট ) অনেকে ৫/৫ দিয়ে রাখেন । হুম আপনি যদি আসলেই দক্ষ না হন, ৩ দিবেন। ৪ কেও খুবই হাই কোয়ালিটি ধরা হয়।
ওডেস্ক রেডি টেস্ট দিবেন, এটি জরুরি। খুবই সহজ একটি পরীক্ষা, যদি আপনি প্রশ্ন এবং এর সাথে দেওয়া লিন্ক গুলো ফলো করেন। কমপক্ষে ৩ থেকে ৪ টি বিভিন্ন বিষয়ের উপর টেস্ট দিবেন। এতে আপনার কাজ পাওয়ার সম্ভাবনা বাড়বে।
টাইটেল খুব লম্বা হবার দরকার নেই।
৪/৫ ওয়ার্ডের টাইটেল দিবেন।
আপনার রেট কত সেটি নির্ভর করে আপনার স্কিলের উপর। নতুন হলে ৩$ থেকে ৫$ দিতে পারেন। তবে সেটা আপনার উপর নির্ভর করে।
২।
জব বিডিং: অনেকে আছে কাজ পাবার জন্য এমন লো বিড অফার করেন, পারলে সেটি ফ্রি বলা যায় । এটি খুব ঠেকায় না পরলে করতে যাবেননা। কারন এতে আপনার উপর বায়ারের মনোভাব অন্য রকম হতে পারে। ( সব ক্ষেত্রে নয়, বিশেষ করে যারা কম বাজেটের বিড ছাড়েন ) মোটামুটি ৬০/৭০% ( ফিক্স জবের ক্ষেত্রে ) আর আওয়ারলি জবের জন্য ডাটা এন্ট্রি $১.৫+ মানানসই। গ্রাফিক্স ডিজাইন $২.৫+ নিউ হিসেবে শুরু করতে পারেন।
ওয়েব ডেভেলপমেন্ট $৩+ & প্রোগামার $৫+ । অনেক সময় বায়ার তার নির্দিষ্ট বাজেট জব পোস্টিংয়ে উল্লেখ করে থাকেন। এটি খেয়াল করবেন।
অনেকে আছেন জব পোস্টিং পুরোপুরি না পড়েই জব এপ্লাই করেন। এটি খুবই খারাপ কারন অনেক বায়ার আছেন, যারা কভার লেটার লেখার সময় বিশেষ কোন ওয়ার্ড বা লাইন, লেটারে কোন অংশে লিখতে বলেন।
নতুবা তারা সেই অ্যাপ্লিকেশন অটোমেটিক রিজেক্ট করে। তাই ঠিক মত জব পোস্টিং পুরোপুরি পড়ে এপ্লাই করবেন।
৩। কভার লেটার: আপনার কভার লেটারের উপরও অনেক সময় নির্ভর করে আপনার জব পাবার সম্ভাবনা। তাই একটু সাজিয়ে গুছিয়ে কভার লেটার দিবেন।
মনে রাখবেন। যথা সম্ভব প্রফেশনাল ভাব মেইনটেন করুন। কখনোই আপনি বায়ারকে আপনার দোস্তের মত সম্ভাষন করবেন না যদি সম্ভব হয় আপনি পয়েন্ট টু পয়েন্ট উত্তরের মত কভার লেটার লিখুন। সেই সাথে উল্লেখ করুন; কাজটি কত সময়ে করতে পারবেন এবং সেই কাজের কোন পূর্ব অভিগ্যতা ( বানানটা ঠিক মত লিখতে পারলামনা সরি ) আছে কিনা।
৪।
টাইম টেবল: আপনার কাজের একটি নির্দিষ্ট সময় নির্ধারন করুন। যদি বায়ারের ইচ্ছে মত হয়, তাহলে অবশ্যই সেটি পালন করবেন। না হলে ফিডবেক খারাপ হবে। যদি একান্তই না পারেন। তাহলে সেটি বায়ারকে বলে তার সাথে আলোচনা করুন।
৫। যোগাযোগ: অবশ্যই আপনি নিয়মিত ইমেইল চেক করবেন। যদি পারেন, প্রতিটি চ্যাট টুলের একাউন্ট করুন। জিটক, ইয়াহু, স্কাইপ, হটমেইল ইত্যাদি। বায়ারকে বলুন তিনি নিয়মিত চ্যাট এ আগ্রহী কিনা।
হলে আপনি তার সাথে নিয়মিত যোগাযোগ রাখতে পারেন।
৬। পোর্টফোলিও: হুম নিতান্তই সেটি খুব ভাল না হলে না দেওয়াই ভাল। কারন আপনার পোর্টফোলিও যদি বায়ারের পছন্দ না হয়। তাহলে চান্স কম।
আজকে আর লিখতে ইচ্ছে করছেনা। আগামি দিন বাকি অংশ লিখব। ভাল লাগলে জানাবেন। আর গুগলের আই ফিল লাকি অপশনের কি কাজ এটা অনেকেই জানতে চায়। এটি আসলে তেমন কিছুনা ( আমি যা জানি, অনেক কিসুই হতে পারে ) আপনি জেনারেল ভাবে যা সার্চ করবেন তার প্রথম রেজাল্টের লিংকে ডাইরেক্ট নিয়ে যাবে।
টেস্ট করতে পারেন।
ওকে তাইলে গুড নাইট
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।