আমাদের কথা খুঁজে নিন

   

মনপুরায় মাছের আড়ৎ থেকে হরিণের মাংস উদ্ধার

থলের বিড়াল খুজতেছি ভোলার মনপুরা উপজেলার রামনেওয়াজ মৎস্যঘাটের ব্যবসায়ী সাহাবুদ্দিনের মালিকানাধীন একটি মাছের আড়ৎ থেকে ৩০ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে পুলিশ। মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুর ২টার দিকে পুলিশের একটি দল উপজেলার রামনেওয়াজ মৎস্যঘাটে অভিযান চালান। এ সময় স্থানীয় সাহাবুদ্দিনের মাছের আড়ৎ থেকে ৩০ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আড়তের মালিকসহ অন্যরা পালিয়ে যায়। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এ ঘটনায় মনপুরা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উল্লেখ্য, দীর্ঘদিন থেকে মনপুরার বনাঞ্চল থেকে খাদ্য ও পানির অভাবে লোকালয়ে চলে আসছে হরিণ। লোকালয়ে হরিণ আসার ঘটনাকে কেন্দ্র করে চোরা শিকারিও তৎপর হয়ে উঠেছে। তারা হরিণ ধরে এসে মাংস, চামড়া ও শিং বিভিন্ন স্থানে চড়াও মূল্যে বিক্রি করছে। হরিণ রক্ষায় বন বিভাগের তেমন তৎপরতা নেই বলে স্থানীয়রা অভিযোগ করেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.