আমাদের কথা খুঁজে নিন

   

মনপুরায় অপহৃত দুই জেলে উদ্ধার

এরা হলেন মনপুরার সাকুচিয়া ইউনিয়নের সিরাজ মাঝি (৩০) ও চরফ্যাশনের মহিবুল্লাহ মাঝি (৩৫)।
চরফ্যাশনের ঢালচরের কাছে সাগর মোহনা থেকে শুক্রবার ভোরে চারটি মাছধরা ট্রলারসহ আট জেলেকে অপহরণ করেছিল দুর্বৃত্তরা।
মনপুরা থানার ওসি এসএম সিরাজুল ইসলাম জানান, সকাল ১১টার দিকে কলতলী পুলিশ ফাঁড়ির একটি টিম মেঘনার জাগলার চর এলাকায় টহল দিচ্ছিল। এ সময় জলদস্যুরা পুলিশকে দেখে দ্রুত গতিতে তাদের ট্রলারটি এক জায়গায় ফেলে পালিয়ে যায়।
পুলিশ ট্রলারের পাটাতন থেকে দুই জেলেকে উদ্ধার করে।
ওসি আরো বলেন, দুই জেলে উদ্ধার হলেও আরো দুজন এখনো দস্যুদের হাতে জিম্মি রয়েছেন। তাদের উদ্ধারের চেষ্টা চলছে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.