আমাদের কথা খুঁজে নিন

   

চর্যাপদ ,বাংলা সাহিত্যের আদি নির্দশন ।

জীবনে যা কিছু শিখলাম ,সব ভুল করে শিখলাম । ভুল বিহনে কোন কিছু শিখা যায় না । আসলাম আপনাদের মাঝে কিছু শিখার তরে । চর্যাপদ, বাংলা সাহিত্যের আদি নির্দশন ,বাংলা সাহিত্যের ইতিহাস জানতে হলে প্রথমে আসে চর্যাপদ তাই , নিম্নে চর্যাপদ সর্ম্পকে কিছু তথ্য দিলাম : ১.চর্যাপদের অন্য নাম - চর্যাচর্যবিনিশ্চয় । ২. পাল শাসনামলে এটি রচিত হয় ।

৩.চর্যাপদ হচ্ছে গানের সংকলন । ৪.চর্যাপদ রচনা করেন বৌদ্ধরা। ৫.চর্যাপদ আবিস্কৃত হয় ১৯০৭ সালে । ৬.এটি আবিস্কার করেন হরপ্রসাদ শাস্ত্রী । ৭এটির, এই পর্যন্ত আবিস্কৃত পদ সংখ্যা সাড়ে ৪৬ টি ।

৮.চর্যাপদের মোট রচয়িতা ২৪ জন । ৯.এটি সন্ধ্য বা আলো আঁধারি ভাষায় রচিত । ১০.চর্যাপদে সবচেয়ে বেশি পদ রচনা করেছেন - কাহ্নপা । ১১. তিনি ১৩ টি পদ রচনা করেন ,এর মধ্যে পাওয়া গেছে ১২ টি । ১২.চর্যাপদে কবিদের মধ্যে সবচেয়ে প্রাচীন - শবরপা ।

১৩.চর্যাপদের মহিলা কবি ছিলেন - কুক্কুরীপা । ১৪.চর্যাপদ রচয়িতরা ছিলেন দ্বাদশ শতাব্দীর । ১৫.চর্যাপদের মূল প্রতিপাদ্য বিষয় বৌদ্ধ ধর্মের সাধন প্রণালী ও দর্শন তত্ত্ব । ১৬.চর্যাপদের সম্পাদক ও প্রকাশক হল হরপ্রসাদ শাস্ত্রী । ১৭. বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে এটি ১৯১৬ সালে প্রকাশিত হয় ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।