আমাদের কথা খুঁজে নিন

   

বিবেক --- পর্ব২

এম কে জামান ফেসবুক এর এই লোখাটা ভালো লাগলো তাই তুলে দিলাম.................................... যে মেয়েটাকে আপনি একটু আগে মোটা বললেন , সে হয়তো ডায়েট করছে এবং চিকন হতে ওষুধ খাচ্ছে । ¤ যে মেয়েটার চেহারাকে আপনি একটু আগে বিচ্ছিরি বললেন , সে হয়তো ঘন্টার পর ঘন্টা নিজের মুখের যত্ন নেয় , যাতে মানুষজন তাকে একটু হলেও সুশ্রী বলে । ¤ যে ছেলেটা আপনার কাছে ২টা টাকা সাহায্য চাইতে এসে আপনার গালি খেয়ে চলে গেল , তার ঘরে হয়তো আজ খাওয়ার মত কিছুই নেই । ¤ ১৪ বছরের যে মেয়েটা একটা ছোট বাচ্চা কোলে নিয়ে হাটছে , আপনি তাকে পতিতা বলেন । কিন্তু সে হয়তো ধর্ষিত হয়েছে এবং তাকে ঐ ফল ভোগ করে বেড়াতে হচ্ছে ।

¤ যে লোকটার শরীরে গভীর ক্ষতচিহ্ন , তাকে দেখে আপনি নাক সিটঁকান । কিন্তু সে হয়তো আপনার আমার উপকার করতে গিয়েই আঘাতপ্রাপ্ত হয়ে আজ ঐ ক্ষতচিহ্ন নিজ শরীরে বয়ে বেড়াচ্ছে । ¤ যে ছেলেটার কান্নায় আপনার মজা লেগেছে এবং আপনার সাথের মানুষদেরকে দেখিয়ে বলেছেন ," দেখ দেখ , বেকুবটা কিভাবে কাঁদছে !! " , তার মা হয়তো মৃত্যুপথযাত্রী । অপারেশনের টাকা নেই । আমরা প্রত্যেকেই নানা রকম কষ্ট বয়ে বেড়াচ্ছি ।

এখন হয়তো কলিযুগ চলছে । এখানে একজনের কষ্ট আরেকজনের কাছে তামাশার মত । অন্যের কষ্ট নিয়ে মজা করার আগে নিজের কষ্টের কথা ভেবে দেখুন । আজ আপনি একজনের কষ্ট নিয়ে তামাশা করবেন , কাল আপনার কষ্টও আরেকজনের কাছে তামাশা লাগবে । যে মেয়েটাকে আপনি একটু আগে মোটা বললেন , সে হয়তো ডায়েট করছে এবং চিকন হতে ওষুধ খাচ্ছে ।

¤ যে মেয়েটার চেহারাকে আপনি একটু আগে বিচ্ছিরি বললেন , সে হয়তো ঘন্টার পর ঘন্টা নিজের মুখের যত্ন নেয় , যাতে মানুষজন তাকে একটু হলেও সুশ্রী বলে । ¤ যে ছেলেটা আপনার কাছে ২টা টাকা সাহায্য চাইতে এসে আপনার গালি খেয়ে চলে গেল , তার ঘরে হয়তো আজ খাওয়ার মত কিছুই নেই । ¤ ১৪ বছরের যে মেয়েটা একটা ছোট বাচ্চা কোলে নিয়ে হাটছে , আপনি তাকে পতিতা বলেন । কিন্তু সে হয়তো ধর্ষিত হয়েছে এবং তাকে ঐ ফল ভোগ করে বেড়াতে হচ্ছে । ¤ যে লোকটার শরীরে গভীর ক্ষতচিহ্ন , তাকে দেখে আপনি নাক সিটঁকান ।

কিন্তু সে হয়তো আপনার আমার উপকার করতে গিয়েই আঘাতপ্রাপ্ত হয়ে আজ ঐ ক্ষতচিহ্ন নিজ শরীরে বয়ে বেড়াচ্ছে । ¤ যে ছেলেটার কান্নায় আপনার মজা লেগেছে এবং আপনার সাথের মানুষদেরকে দেখিয়ে বলেছেন ," দেখ দেখ , বেকুবটা কিভাবে কাঁদছে !! " , তার মা হয়তো মৃত্যুপথযাত্রী । অপারেশনের টাকা নেই । আমরা প্রত্যেকেই নানা রকম কষ্ট বয়ে বেড়াচ্ছি । এখন হয়তো কলিযুগ চলছে ।

এখানে একজনের কষ্ট আরেকজনের কাছে তামাশার মত । অন্যের কষ্ট নিয়ে মজা করার আগে নিজের কষ্টের কথা ভেবে দেখুন । আজ আপনি একজনের কষ্ট নিয়ে তামাশা করবেন , কাল আপনার কষ্টও আরেকজনের কাছে তামাশা লাগবে । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।