বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন বলেছেন, “যেই গৌর, সেই কৃষ্ণ, সেই জগন্নাথ। তার জীবন আদর্শ কেবল হিন্দু ধর্মানুসারীরাই নয়, সকল ধর্মের মানুষের জন্যই অনুসরণীয়। হিংসা-বিদ্বেষ মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে শ্রী শ্রী জগন্নাথের জীবনাদর্শ অনুসরণীয়।” সূত্র: এখানে তার কু.. মন্তবের প্রেক্ষিতে তার জন্য একটি কবিতা উৎসর্গ করলাম ....................... সাহারা চষিয়া আমি মরু করিয়াছি ছারখার হাসিনা বুবুকে প্রণাম জানাই মোর দেবী অহংকার রাখছি মোর কুর্ণিশ তব সদা দেবী আদেশে খাসি কিবা কাশি গোয়া নয় সাহারা মরুতে তুলনাতে কিবা আসে ব্রত রই হিম্মতে নব দিগন্তের দ্বার রচন করিব এই বাংলাতে ...................... অনুগ্রহ করে কবিতার প্রথম বোল্ড অক্ষরগুলো লম্বা করে পড়ার অনুরোধ রইল।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।