ভয়াবহ আগুনে পুড়ছে ভারতের মহারাষ্ট্রের সচিবালয়। তিন শতাধিক কর্মকর্তা ও কর্মচারী আটকা পড়লেও মারা যায় নি কেউ। দ্রুতই আগুন ছড়িয়ে পড়ছে একতলা থেকে অন্যতলা। উদ্ধার তৎপরতায় নেমেছে ফায়ার ব্রিগেডের কয়েকটি দল। আকাশ পথে ও চালানো হচ্ছে উদ্ধার তৎপরতা।
দুপুরের কর্মব্যাস্ততা হঠাৎ থমকে যায় আগুনের লেলিহান শিখায়। মুম্বাই শহরের দক্ষিণে ‘মন্ত্রণালয় ভবন’ নামে পরিচিত এ ভবনের চার তলা থেকে আগুন লাগে। খুব দ্রুতই তা ছড়িয়ে পড়ে পাঁচ ও ছয় তলায়।
পুরো ভবনে আটকা পড়েছে কয়েক’শ কর্মকর্তা-কর্মচারী। দমকল বাহিনীর পাশাপাশি আকাশপথেও উদ্ধার তৎপরতা চালনো হচ্ছে।
প্রাথমিক চিকিৎসা সেবার জন্য অর্ধশত ডাক্তারকে সেখানে রাখা হয়েছে। জাতীয়তাবাদি কংগ্রেস পার্টির অফিস থেকে সৃষ্ট এ আগুনের কারন হিসেবে প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিটকে দায়ি করেছে, কর্র্তৃপক্ষ।
আগুন নেভাতে কাজ করছে দমকল বাহিনীর কয়েক’শ কর্মী। উদ্ধার তৎপরতা দেখতে ঘটনাস্থলে গেছেন সরকারের উর্ধ্বতন কর্মকর্তারা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।