সাধারন মানুষের অসাধারন কথা বলতে চেষ্টা করি গতকাল রাতে ঘটে গেল এক মহা ভয়াবহ ঘটনা... ভুত এফ এম এর ঠিকানা জানি না, নইলে সেইখানে পঠাইতাম রাত তখন ২ টা বেজে ৪৭ মিনিট ৫৩ সেকেন্ড হটাৎ আমার ঘুম ভেঙ্গে গেল। আমি সধারনত একলা ঘুমাই,কিন্তু তখন দেখলাম আমার পাশে আমি কিছু একটা অনুভব করতে লাগলাম... অন্ধকারে কিছুই দেখছিলাম না...আমি চিন্তায় পড়ে গেলাম এটা কি হতে পারে,কিন্তু তখনই আমি মৃদু ধাক্কা অনুভব করতে লাগলাম... আমি বুঝতে পারলাম না, আমার সাথে কি ঘটে যাচ্ছে... এমন সময় পাশের বস্তুটি আমাকে আবার ধাক্কা দিয়ে নাকি সুরে বলল " ভাইয়া আই মুতুম" তীব্র ভয়ের চোটে আমি কাঁপতে লাগলাম তখন নাকি সুরে অবয়বটি একই কথা বলল..আমার মাথায় তখন কিছুই কাজ করছিল না,আমি যে চিৎকার দিব এই আওয়াজ আমার মুখ থেকে বের হচ্ছিল না, আমি আয়াতুল কুরসি পড়তে লাগলাম... ঠিক একটু পরে আমি আমার শরীরে গরম পানির স্পর্শ পেলাম, বুঝলাম আমার পাশের অতি প্রাক্রিতিক জিনিস কাম সেরে দিয়েছে... এবার কান্নার সুরে সুনলাম "ভাইয়া আই মুতি দিছি" আমি সুরা বাকি যা পারতাম তাও পড়া শুরু করলাম আর ভয়ে কাঁপতে লাগলাম... তখন একটু পরে আবার শুনলাম "ভাইয়া আর শীত লাগের" এবার সাহস করে উঠে লাইট জ্বালালাম দেখি একি এ আমার চাচাতো ।ভাই রাতের ট্রেন এ এসেছে,আমি ঘুমানোর পর ৩য় স্রেনিতে পড়া পিচ্ছি ভাইটি আমার পাশে ঘুমিয়েছে...।যার শীতকালে কাঁথা ভাসানোর আজব রোগ আছে...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।