নেশার লাটিম ঝিম ধরেছে চোখের তারায় রঙ জমেছে এখন কোন দুঃখ নেই নেই কোন ভাবনা এমনি করেই দিন যদি যায়, যাকনা. জমে উঠেছে মার্কিন নির্বাচনের প্রচারনা। গতকাল এক বিশাল জনসমাবেশে
কেনিয়ার দালাল, তিলকওয়ালা প্রেসিডেন্ট বারাক ওবামাকে উৎখাতের জন্য গন আন্দোলনের হুমকি দিলেন রিপাবলিকান নেতা মিট রমনি। তিনি বলেন হামলা, মামলা ও গন গ্রেফতার দিয়ে রিপাবলিকানদের দমানো যাবে না। জনগণ বর্তমান ব্যর্থ সরকারের অপশাসন ও দুঃশাসনে অতিষ্ট হয়ে পড়েছে।
তিনি বলেন ডেমক্রেটদের সীমাহীন দুর্নীতি, স্বজনপ্রীতি ও দুঃশাসনের কারনে দেশ আজ অচল হয়ে পড়েছে।
সরকারের আর একদিনও ক্ষমতায় থাকার নৈতিক অধিকার নেই। ক্ষমতা না ছাড়লে এই গনধিকৃত সরকারের বিরুদ্ধে দেশে বিদেশে দুর্বার আন্দোলনের মাধ্যমে পতন নিশ্চিত করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারন করেন।
রমনি জানান, ওবামা ও তার মেয়েরা আমেরিকা থেকে কোটি কোটি ডলার পাচার করে কেনিয়া ও ইন্দোনেশিয়ায় নিয়ে গিয়েছে। ঘটনা ধামাচাপা দিতে রিপাবলিকানদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানী, নির্যাতন করছে। তিনি বলেন, ক্ষমতায় গেলে ওবামা সরকারের দুর্নীতি শ্বেত পত্র প্রকাশ করা হবে।
এদিকে বারাম ওবামা ডেমক্রেটদের এক সমাবেশে বলেন, পরাজয় নিশ্চিত যেনে রিপাবলিকানরা আবোল তাবল বকছে। আগামী নির্বাচনের পর রিপাবলিকানদের আর কোন অস্তিতই থাকবে না বলে তিনি জানান। তিনি সরকারের বিভিন্ন সাফল্য তুলে ধরেন। তিনি বলেন আমেরকার ইতিহাসে জনগন এইসময়ে সব থেকে সুখে আছে। তিনি বলেন রিপাবলিকানরা ক্ষমতায় থাকলে কোনদিনই ওসামা বিন লাদেন কে ধরা ও হত্যা করা হত না।
এদিকে বারাক ওবামার প্রতিউত্তরে মিট রমনি জানিয়েছেন, লাদেন হত্যা
ছিল ওবামার রাজনৈতিক স্টান্টবাজী। সস্তা জনপ্রিয়তা পাবার জন্যই ওবামা লাদেনকে হত্যা করে আমেরিকার সকল ভবিষ্যৎ সম্ভাবনা নষ্ট করেছে। তিনি আরো বলেন আরেক জন লাদেন তৈরী করতে আমেরিকার আগামী ১০০ বছর লেগে যেতে পারে। ওবামার অদুরদর্শীতায় আমেরিকার বিরাট ক্ষতি হয়েছে। এজন্য ক্ষমতায় গেলে ওবামাকে কাঠগড়ায় দাড় করানো হবে।
তিনি আরো দাবী করেন নির্বাচন নিরপেক্ষ হলে আগামী নির্বাচনে ডেমক্রেটরা ৫৪০ টির ভেতরে অন্তত ৫০০ টি আসন পাবে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।