আমাদের কথা খুঁজে নিন

   

ক্ষুধার্তের চেয়ে যুদ্ধবাজদের তাজা-মোটা পেশী

... প্রাণপ্রাচুর্য লুঠ করে তৈরি হচ্ছে কুলিনদের কুলরক্ষার জন্য অস্ত্রাগার শেখানো হচ্ছে মানববিদ্যার বিপরীতে যুদ্ধবিদ্যা! খাদ্যের চেয়ে চিকিৎসার চেয়ে এখনো যুদ্ধের বাজেট বেশি, ক্ষুধার্তের চেয়ে যুদ্ধবাজদের তাজা-মোটা পেশী। তীরধনুকের বদলে এখন ক্ষেপনাস্ত্র-মিসাইল-রকেট চাকুর বদলে এখন রিমোট-কন্ট্রোল-পকেট। এরমধ্যে তাধিন-তাধিন নাচে ধর্মচক্র কারো হাতে ত্রিশূল কারো হাতে লাঠি অনুপ্রেরণা পেয়ে তৈরি হয় যুদ্ধের ঘাটি একে অপরের চাহনিটির মর্ম বক্র! এইভাবে শান্তি পুড়ে পুড়ে ভস্ম হয়ে ভরে ওঠে ছাইদানি যুদ্ধবাজরা গার্ড-অফ-অনার নিয়ে এখনো, আমাদের চোখে তারা স্বপ্নের পুরুষ ও মানী! .....

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।