আমার নিজের জন্যে কয়েকটি গান ডাউনলোড করেছিলাম। গান গুলো শুনে আমার খুব ভাল লাগল ।তাই আপনাদের সাথেও শেয়ার করে দিলাম , আশা করি আপনাদের ভাল লাগবে । শুনেই দেখুন একবার। ক্ষণিকের জন্যে হলেও নিজেকে হারিয়ে ফেলবেন নিজের মাঝেই । একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার আমি বাংলাই গান গাই, আমি বাংলার গান গাই প্রতিদিন তোমায় দেখে সূর্য সূর্যদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি এই পদ্মা, এই মেঘনা পলাশ ডাকে কোকিল ডাকে তীর হারা আএই ডেউয়ের সাগর পারি দেব রে যে আগুন নিভে নিভে জ্বলে উঠে প্রানের চেও খাটি , সোনার চেয়েও খাটি, এই দেশের মাটি ও আমার দেশে মাটি তোমার কোলে ঠেকাই মাথা জীবনের সবচেয়ে শ্রেঠ সন্তান আমার দেশের মাটির গন্ধে আমার সোনার বাংলা ধন ধান্যে পুস্পে ভরা, আমাদেরি এই বসুন্ধরা হায় রে আমার মন মাতানো দেশ জন্ম আমার ধন্য হল মাগো গান গুলি কেমন লাগল ? ভাল লাগলে জানাবেন, তাহলে আমার দেওয়ার উদ্দেশ্যটা সফল হবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।