আমাদের কথা খুঁজে নিন

   

ফেইস বুক খেলা

ভালোবাসায় ঈশ্বর .. ভালোবাসায় তুমি .. ভালোবাসায় আমি .. ভালোবাসায় অন্য সবাই... শুধু জেনো ..ভালোবাসায় ভালোবাসা ছোটবেলায় আমরা চড়ুইভাতি খেলতাম !মনে আছে ?? কারো চাল, কারো আলু , কারো বাসা থেকে ডাল এনে খড় কুটো জ্বেলে তা রান্না করতাম,ধোঁয়ার গন্ধ আসলেও সেই কাঁচা হাতের রান্না করা খাবার গুলো কি যে সাধ লাগতো !! রান্না শেষে যে যার গল্প করতাম ! কখনো সত্যি গল্প কখনো মিথ্যা মিথ্যা গল্প করে একে অন্যকে খুশি করার চেষ্টা করতাম ! তারপর বিকেল বা সন্ধ্যা হলে যে যার বাসায় ফিরে লক্ষ্মী সোনার মতো ঘুমিয়ে পরতাম। ফেইসবুক কে কেন জানি আমার কাছে বড় বেলার চড়ুইভাতি খেলা মনে হয় !! এখানে এলে যার যা কিছু আত্মিক সম্বল তা নিয়ে বন্ধুদের খুশি করা বা তাদের মাঝে বিলিয়ে দেবার চেষ্টা চলে। কখনো চলে মান অভিমান! শত কাজের ভীরেও এখানে না এলে মনে হয় কি যেন থেকে আমি বঞ্চিত হলাম!! আমাদের এই টুকিটাকি ভালোবাসা নিয়ে গড়া এই জগত !! ঠিক যেন ছেলেবেলার আনন্দ বেদনার চড়ুইভাতি !!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।