লিখছি আমি যা মনে চায় । কারো ভালো না লাগলে কি আসে যায়।
ফেইস বুক হালচাল
ফেইসবুক এর হাবভাব বোঝা দায়।
ক্ষনে ক্ষনে বদলায় এর হালচাল ।
বোঝা বড়ই কস্ট মাথা আমার নস্ট ।
কেউ করে মডেলিং, ক্ষনে ক্ষনে বদলায়
প্রোফইল পিকচার , দেখে শুধু মনে হয়
টক ঝাল মিকচার ।
কেউ করে ফালর্ট, খুজে শুধু গ্রীন এলার্ট ।
কেউ দেখায় আছে খুব বিজী ।
এতো কাজের ভিরে কমেন্ট করে খুব
ইজি ইজি ।
কেউ কেউ অনলাইন থাকে ২৪ঘন্টা ।
কারো কারো অফলাইন থাকে শুধু মনটা ।
কারো কারো স্টাটাস বদলায় প্রতিদিনই
কেউ আবার কি লিখবে খুজে পায় না কোনদিনই ।
কেউ সেন্ড করে ফ্রেন্ড রিকয়েস্ট না বুঝেশুনে ।
কেউ কেউ দেখ ইগনোর করে গুনেগুনে ।
মিউচুয়াল ফ্রেন্ড গুলো দেয় বড় যন্ত্রনা
ইনবক্স এ মেসেজ দেয় আপনি দেখতে মন্দনা ।
কেউ কেউ গেইম খেলে দেখ ফারমভীলে ।
তিনবেলা পানি দেয়, মনের সুখে কের চাষ
কেউ দেখ ধরে মাছ ।
শাইখ সিরাজ যদি একবার ফারমভীল এর কথা জানতো
একা একা মাটি ও মানুষ করে হতো নাকো ক্লান্তো ।
কেউ কেউ রোজ করে লাক বক্স চেক।
যদিও জানে এর পুরাটাই ফেক ।
কেউ কেউ জেনে নেয় কবে আমি মরব?
কেউ শুধু খোজ নেয় কবে বিয়ে করবো?
পরিচিত অনেকেই করছে দখি প্রেম
রিলেসনশীপ স্টাটাসে লিখেছে এখণ ও সিঙ্গেল
বুঝি না ভাই এদের মনের এঙ্গেল ।
কারো আবার কোনো কাজ নাই শুধু কমেন্ট করে
সেটা দেখি আবার অনেক বিজী মানুষ ও পড়ে ।
বুঝি না ভাই আমি ফেইসবুক এর হালচাল
৩-৪ দিনপর একবার ঢুকি
ফেইসবুক এর মাঠে আমি এখনও যে খুকী ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।