ইইইইয়েয়েয়েয়েয়েয়ে!! পেয়েছি আমার জীবনের সবচেয়ে সুন্দর (মনে হয়) উপহার, নাইকন ডি৩২০০!! আজ পহেলা বৈশাখ হইলেও দুঃখ ভারাক্রান্ত মন নিয়া একটি নিখোঁজ সংবাদ হজম করেছি আজকে সকাল আনুমানিক নয় ঘটিকায় আমার নাইকন ডি-৩২০০ ক্যামেরার ১৮ মিমি লেন্সের টুপিটি হারানো গিয়েছে ফুফুর বাসা থেকে বের হয়ে রিক্সায় উঠে তারপর খেয়াল করে দেখি যে আমার লেন্সটি রোদে ঝলসে যাচ্ছে। তবু ভাবলাম যে সারাদিন তো ছবিই তুলব, সন্ধ্যায় গিয়েই নাহয় টুপির সন্ধান করব, কিন্তু এখন পর্যন্ত উদ্ধারকার্যে চালানো চারটি অভিযানের প্রত্যেকটিই ব্যর্থ হয়েছেঘরবাড়ি-বিছানা-বালিশ তন্ন তন্ন করে খুঁজেও লেন্স ক্যাপের কোনো হদিস পাই নি এমতাবস্থায় যথাযথ কর্তৃপক্ষের (ফটোগ্রাফির গুণীজন) কাছে জানতে চাই যে এখন আমার কী করণীয়। টুপিটি উদ্ধার পাবার আশায় আমি লেন্সটি একটি মাইক্রোমিটার কাপড়ে ঢেকে একটা বাতাস বাতাস প্যাকেটে(যেটার বাতাস টিপ দিয়ে ফুটাতে ভারি মজা) ক্যামেরাসহ ক্যামেরার বাক্সে ভরে আলমারিতে রেখে দিয়েছি। আজকাল আর্দ্রতাও একটু বেশি, আমি ক্যামেরা রাখার জন্য অন্য কিছুও ব্যবহার করি না। এখন টুপি ছাড়া তো লেন্সটির মৃত্যু প্রায় অবশ্যম্ভাবী। এখন লেন্সটিকে প্রাথমিক চিকিৎসা হিসেবে কী করব এবং অন্য একটি ক্যাপ পাওয়া সম্ভব কিনা (পেলে কীভাবে?) প্লিজ বলুন এবং একটি মুমূর্ষু লেন্সের জীবন রক্ষায় অবদান রাখুন
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।