আজ সারা পৃথিবীব্যাপী যুদ্ধ বিগ্রহ চলছে বিঘ্নিত হচ্ছে বিশ্বশান্তি। মানুষ প্রহর গুনছে অসহায় ভাবে। মুক্তির পথ খুজছে সবাই। আরশ হতে নেমে এসেছে মহা পবিত্র মানবতাবাদ মানুষের মনের কথা নিয়ে, তাই এ প্রয়াস। মানবতাবাদ মানুষের হাতে তুলে দিয়ে আমি আমার দায়িত্ব পালন করছি
ছবি শুধু ছবি নয়, অভিনয়।
সবিনয় প্রার্থণা করে সে।
নিরবে বসে সে গায় গান,
অভিমান করে না,
নাই ভয় হবে জয় নাই কোন ভাবনা।
মানুষের দ্বারে বারে বারে ফিরে আসে,
সুখী সুন্দর অতি উজ্জ্বল সোনালী প্রভাত।
তবুও আমরা গভীর ঘুমের ঘোরে অচেতন থাকি,
ভুলে সেই অদৃশ্যে লুকিয়ে থাকা।
গোপন মানুষের মনের কথাটা।
আমরা ফুল তুলে মালা গাঁথি।
তবুও বাসনা অপুরণ থেকে যায়।
প্রিয়জন কন্ঠে ফুটে উঠে
ব্যাথা ভরা গান, অগ্নিবীনা।
মানতে পারিনি রক্ত শাসন
বিদ্রোহ করেছি আমি আমার নিজের বিরুদ্ধেই।
তবুও মাথা নীচু করে বসে আছি।
যদি কেউ এ পথে যাবার বেলা
তার ভালবাসার প্রেমডোরে বেধে নিয়ে যায়,
সবচেয়ে প্রিয়তম মহামায়া জলহীন আঁখির পাশে
আটলান্টিক মহাসাগরের অতি নিচে
যেখানে গড়াগড়ি যায় অনেক মনি মানিক
যা আমার কোন উপকারে আসিবে না
যেদিন কবরের নিকট হাজির হব।
ভেঙ্গে যাবে এ মধুর খেলাঘর,
তবে আর ভাবনা কি?
কথা বল, পথ চল গান গাও
যেখানে যাহা পাও,
হাত বাড়িয়ে তুলে নাও।
সুঁই সুতার মাঝামাঝি
হাস্যময়ী বালিকা যেমন হাসে।
-- মেহুদী
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।