বিশেষত্বহীন ছোটবেলায় আমি প্রায় গ্রাম মতন একটা মফস্বলে ছিলাম। তখন একটা সাদাকালো টিভি ছিলো আমাদের। "ডিশ"-এর লাইনের কথা শুনেছি, কিন্তু জিনিসটা কী, ঠিক মতো জানতাম না। তাই টিভি বলতে বিটিভিই বুঝতাম।
সম্ভবত '৯৮ সালে, ক্লাস টু-এর শেষ দিকে রোজার ঈদে বিটিভিতে ঈদের বিশেষ অনুষ্ঠানমালায় বিকাল সাড়ে তিনটায় শুরু হলো "টেলিফিল্ম" নামের অদ্ভুত এক অনুষ্ঠান।
এর আগে টেলিফিল্মের নাম একবারও শুনি নাই, দেখার পরে আমার কাছে দীর্ঘদিন টেলিফিল্মের সংজ্ঞা ছিলো "স্বভাবে নাটকের মতো, কিন্তু দৈর্ঘ্যে সিনেমার মতো"।
তো, সেই টেলিফিল্মটা ছিলো রিংগোর (শমী কায়সারের তৎকালীন স্বামী) পরিচালনায় "স্বপ্ন"। দেখে যে কী পরিমাণ মুগ্ধ হয়েছিলাম তা ভাষায় বোঝাতে পারবো না। অসাধারণ গান আর আবৃত্তি ছিলো, সব বোঝার বয়স হায় নি, তাই অনেক কিছু বুঝিও নি, কিন্তু মুগ্ধতার সীমা পরিসীমা ছিলো না। "রাভি" চরিত্রের লিটু আনাম, আর "রিয়া" শমী কায়সার, সব মিলিইয়ে অনুভূতিটা ছিলো- "আহারে"! ছোটবেলার সেই অনুভূতির কথা লেখার মতো ভাষার জোর আসলে এই অভাজনের দুর্বল লেখনির নেই।
আমি ক্লাস সিক্সে উঠে শহরে চলে আসি। তার কিছুদিন পর যখন বন্ধুদের গেম আর নিষিদ্ধ সিডির আদান-প্রদান শুরু হলো, তখনও আমি খোঁজ করতাম, স্বপ্ন টেলিফিল্মের সিডি পাওয়া যায় না? পাই নি।
ইন্টারনেটে কতোবার সন্ধান করেছি, টেকি জ্ঞানের মারাত্মক সীমাবদ্ধতার জন্যই হয়তো, পাই নি।
মাঝে মাঝে বুভুক্ষু লাগে আরেকবার পরিণত বয়সে টেলিফিল্মটা দেখার জন্য। হয়তো ছোটবেলার অনুভূতিটা কাজ করবে না, হয়তো অনেক অন্যরকম লাগবে, হয়তো বা ছোটবেলার মুগ্ধতাটাই কেটে যাবে, কিন্তু তবুও আমার মনের একটা বিশাল অংশ আরেকবার "স্বপ্ন" দেখার আগ পর্যন্ত আমাকে অনবরত খুঁচিয়ে যাবে।
কেউ আমাকে "স্বপ্ন" টেলিফিল্মের যেকোন প্রকার সন্ধান (ডাউনলোড লিঙ্ক/সিডি-ডিভিডির খোঁজ অথবা যে কোন কিছু) দিলে কতোটুকু কৃতজ্ঞ থাকবো, তা বলার সাধ্যও আমার নেই। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।