আমাদের কথা খুঁজে নিন

   

রোহিঙ্গা সংকটে আমাদের কারণীয় কি?

করণীয় অনেক কিছুই ছিল, সে তুলনায় জীবনটা বড়ই ছোট....! যারা বিশ্বাসী মুসলিম, তারা জেনে থাকবেন যে, একজন মুসলিমের জীবনের প্রতিটি কর্মকান্ডের "নিয়ম" আছে, র্ধমীয় পরিভাষায় যাকে আমরা "ফিকহ"(fiqh) বলে থাকি। যেমন ধরুন একজন মুসলিম নামাজ পড়বে - সে জন্য পবিত্রতার নিয়ম, পরিচ্ছদের নিয়ম, ওয়াক্তের নিয়ম ইত্যাদি সব জানতে হবে; আর নামাজে করণীয় রুকু, সেজদা বা পঠনীয় ক্বিরাত বা তাসবীহ্ ইত্যাদি তো রইললোই। এভাবেই জীবনের প্রতিটি কাজ করার আগে একজন মুসলিমকে প্রথমে জেনে নিতে হবে যে, তার কাজটা শরীয়ত সম্মত হচ্ছে কি না অথবা সেই কাজের ব্যাপারে ইসলামের নিয়ম বা "ফিকহ"(fiqh) মেনে হচ্ছে কি না। এই "ফিকহ"(fiqh) সম্বন্ধে ধারণা না থাকায়, একদিকে আমরা যেমন নিজের বা অন্যের জীবনকে বিপন্ন করার মত বিপজ্জন্ক হয়ে উঠতে পারি, অপরদিকে এমন কাজে বা পরিণতিতে জড়িয়ে পড়তে পারি, যা আল্লাহ্ বা তার রাসূল (সা.) আমাদের জন্য মোটেই চান নি। এই দৃষ্টিভঙ্গী থেকে একটা লেখা পোস্ট করা হয়েছিল: "রোহিঙ্গা সংকটে আমাদের কারণীয়" - এই শিরোনামে। যারা এখনো দেখেন নি, তারা চাইলে এখানে দেখতে পারেন: Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।