আজ আমার বলার আর কিছুই নাই ।
ভাগ্যের কাছে পরাজিত____আমি নির্বাক ।
ভালবাসা কি শুধুই মরিচীকা ??
শর্তের বেড়াজালে আমার ভালবাসাকে-
দুমড়ে-মুচরে ক্ষতবিক্ষত করেছে যারা
তাদের সাথে কি কথা বলব আমি ?
কোন ভাষায় আমার ভালবাসাকে বর্ণনা করব বলে দাও...
আজ আমার দৃষ্টি আর কিছুই দেখে না ।
অন্ধবিশ্বাসে যে ভালবাসাকে আঁকড়ে ধরেছিলাম
চোখের সামনে তাকেই__
অপমাণিত-অবহেলিত হতে দেখে___আমি অন্ধ ।
ক্ষুদ্রতার মাঝে আমার ভালবাসাকে-
কোন মহৎ দৃষ্টি দিয়ে দেখাব বলে দাও...
কোন শব্দই যেন কানে লাগে না আর ।
তীক্ষ্ন কূটমন্তব্যে আমার পরম পাওয়া
ভালবাসাকে তীড়বিদ্ধ হতে দেখে-
যন্এণায় কাতর হয়ে____আমি বধির ।
কতগুণ বেশি শদ্বে চিৎকার করে
আমার ভালবাসার অস্তিত্ব জানাব বলে দাও...
আর কোন স্বপ্ন দেখে না আমার মন ।
মনের পক্ষে-বিপক্ষে দৌড়াতে দৌড়াতে-
স্বার্থের যুক্তিখন্ডনে____আমি অচেতন ।
মনের ভেতর কোন বিশাল জায়গায়
সবকিছুর ঊর্দ্ধে আমার ভালবাসাকে রাখব বলে দাও...
চোখ থেকে আর কান্না ঝড়ে পরে না ।
পরাজয়ের গ্লানি বইতে বইতে____আমি মরুভূমি ।
চোখের জলে কত বৃহৎ সমূদ্র বানালে
আমার ভালবাসার ক্ষত মুছা যাবে বলে দাও... ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।