আমাদের কথা খুঁজে নিন

   

ভাইজানরা যারা বাসে মহিলা, শিশু ও প্রতিবন্ধী সিট ছাড়া বসেননা ;সময় কইরা একনজর এইদিকে আইসেন। জ্ঞানমূলক পোস্ট যাত্রী ভাইদের জন্য

আর কতবার কইতে হইব আপনাগো যে এই তিনটা সিট মহিলাদের। লোকটা লজ্জা পেয়ে দাড়িয়ে গালেন সিট ছেড়ে এবং একটু পিছনে গিয়ে দাড়িয়ে গেলেন। কষ্ঠ লাগছে গল্পটি শুনে এবং মহিলাটির উপর রাগ হচ্ছে তাই না?কিন্তু মজার কথাটি হলো এটি কিন্তু গল্পের শেষ নয় বরং গল্পের শুরু আসুন একটু ফ্লেশব্যাকে গিয়ে শুরুটা দেখি । আমি 'কনক' নামক গাড়িটিতে উঠলাম আব্দুল্লাহপুর থেকে যা কিনা এই গাড়ির প্রথম স্টপেজ । আমার সাথে ওই ভদ্র মহোদয়ও উঠলেন সম্ভবত অফিস শেষ করে ফিরছিলেন।

যাই হোক আমি একটু পিছনে বাম পাশের দুই সিটের একটি সিটে বসে আছি আর তিনি উঠেই বসে গেলেন একেবারে দিতীয় সারির মহিলা সিটে । বেশ আরাম করেই যাচ্ছিলেন যাই হোক এক ফাকে বলে রাখা ভালো এই বাসের নিয়ম হলো সিটের অতিরিক্ত যাত্রী উঠানো যাবে না । উনার জন্য প্রথম যেই উয়ারনিং টি আসলো যখন গাড়িটি থামল এয়ারপোর্ট এ এক দম্পতি উঠলো তারা বসতে পারলেন না তার জন্য কেননা ওই তিন সিতে আর একজন মহিলাও এসে ইতিমধ্যে বসে গেছে। যাই হোক গাড়িটি যখন খিলক্ষেত আসে তখনি প্রায় পাচ দশটি সিট ছাড়া আর সব বুক। গাড়ি এখন বনানী বিশাল লাইন একে মানুষ উঠলো আর উঠলো এর মধ্যে দুই একজন মহিলাও আছে যারা মহিলা সিট খালি পেয়ে বসলেন এবং না পেয়ে পিছনে গিয়েও বসলেন যখন সব গুলি সিট পুরে গেল ঠিক তখনি উঠলো দুই মহিলা উঠলেন কিন্তু সিট আছে একটি ওই লোকটির পাসে ।

এই দেখে দুইজনের ভিতর একজন ক্ষেপে গিয়ে ভদ্র লোকটিতে দিলেন এক হাত ব্যাস তাতেই ওই নাটকের পরিসমাপ্তি । লোকটি দাড়িয়ে ছিলেন পাশেই তার ভাগ্য ভালো যে আমি নেমে গিয়েছিলাম শাহীন কলেজের সামনে নামার আগে শুধুই একটি মানবীয় হাসি দিলাম তার দিকে চেয়ে আর বললাম বসেন ভাই এইটা পুরুষ সিট । ভাই এমন ঘটনা গুলি প্রায়ই আমাদের প্রতিদিনের জীবনে ঘটে থাকে তারপরও কেন যেন সবাই গিয়ে ওই সিট নয়টিতেই বসে সেটা এলাহী মালুম। একটা ব্যাপার হলো যে আর সিট নেই তখন বসা যায় এবং সেটা সঙ্গত কিনবা যদি তিনি হন বৃদ্ধ বা অসুস্থ কিন্তু না জেনেও অকারণেই গিয়ে বসে যান আমাদের ভাইজানরা । আর মা বোনদের বলব পাবলিক ট্রান্সপোর্ট এ চলতে গেলে এমন অবস্থার সম্মুক্ষীন হতে হবে হর হামেশাই কিন্তু ধৈজ ধারণ করতে হবে।

সাধারণভাবে বললেই কাজ হয়ে যেত আমরা অনেকেই এরকম পুরুষ মানুষ মহিলা সিটে দখল করে থাকলে মহিলা আসলেই উঠিয়ে দেই বলে কয়ে তো সেখানে তো ভায়োলেন্ট হওয়ার প্রয়োজন নেই , তাই না ? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.