সত্য কাঁদে নিভৃতে, সাথে তার থাকে শুধু মহাকাল। সত্যের দ্বীপশিখা চিরদিন জ্বলে । সত্য কখনো মিথ্যাকে করে নাকো ক্ষমা। আমি বলছি আমাকে ভালোবাসতেই হবে আমি চাই তোমার জন্য অপেক্ষা করতে শুধু ঘরের ভেতর থেকে দরজা খুলে দেয়ার জন্য বাইরে থেকে তুমি দরজা খুলতে খুলতে এখন ক্লান্ত। আমি বলছি আমাকে ভালোবাসতেই হবে আমি তোমাকে খেতে দিতে চাই আমি চাই তোমার পাশে হাত পাখা নিয়ে বসে থাকতে যদিও জানি এই ইলেকট্রিক যুগ নারীকে মুক্তি দিয়েছে স্বামীর সেবার দায় থেকে। আমি চাই তোমাকে জিজ্ঞেস করতে তোমার জল লাগবে কিনা, নুন লাগবে কিনা পাটশাক ভাঁজার সঙ্গে আরও একটা তেলে ভাঁজা শুকনো মরিচ লাগবে কিনা এঁটো বাসন, গেঞ্জি, রুমাল তুমি নিজেই লক্ষ্মী ছেলের মত ধুতে পার। নিরমলেন্দু গুনের অসাধারন সুন্দর" তোমার চোখ এত লাল কেন' এই কবিতাটা থেকে মজা করে উপরের কবিতাটা লিখা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।