টুকলিফাই মারাই আমাদের কাজ, চুরা ছেঁচা দেয়াই আমাদের লক্ষ্য।
আজকে যাদের রহিংঙ্গা বলছো তারা চট্টগ্রামের ব্যপক অংশ নিয়ে আরাকান রাজ্য ছিল, বাংলারই অংশ। আজ কক্সবাজার চট্টগ্রামসহ এ অঞ্চলের মুসলমানেরাও রোহিংঙ্গা। বাংলাদেশে রহিংঙ্গা রাখাইন সম্প্রিতীতেই বসবাস করে। আরাকান আজও বাংলার অংশ থাকলে রাখাইন মুসলমান শান্তিতেই বসবাস করতো।
এই কথা এর পিতামহও বলেছিল। কিন্তু তখনও আজকের মত বাংলার চিরকালের তোষাম্মদে রাজনীতিবিদরা বঙ্গ আর পাকিস্তানের অবসেশনে বিভোর। আজকের মত সেদিও এরা জোড় হাত করে বলে ছিল আমাদের দেশান্তরী করো না। বৃটিশদের নেয়া ভুটাভুটিতেও আরাকান বাংলার অংশ হিসেবেই সংখ্যাগরিষ্ঠ ভোট পরেছিল। কিন্তু তোমাদের নেতাদের পূর্বের চেয়ে পশ্চিমের লোভই বেশি ছিল।
দেখ না জাম্প করে বারশ মাইল দূরে পাকিস্তান হলেও চলে গেছিল ... ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।