আমি নেই তাদের সাথে, যারা নিজকে ভাবে সম্মানী আর পরকে ভাবে বাজে----
খবরে জানলাম, জাবি'তে ছাত্র/ছাত্রীরা গত রোববার সারাদিন রাজাকারদের শাস্তীর দাবিতে স্লোগান দিয়েছে -
"একবার বলি, আর একবার বলি, বার বার বলি রাজাকারদের বিচার চাই।"
এটা কি জন-গনের কোন যৌক্তিক দাবী? আমার ব্লোগার সাথীরা আপনারা কি বলেম? যদি এই দাবী যৌক্তিক হয়ে থাকে তাহলে ছাত্র/ছাত্রীর কি পারবে দেশের সকল ভাসি'টিগুলোতে এমন একটি দিন পালন করতে। আমার মনে হয়, পারবে না। কারন আবার তারা পথ আগলে আসবে! আপনি কি বলেন? এর সমাধান কি?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।