মানুষের জন্য কাজ করতে ভালবাসি....বিনিময়ে একটু শান্তি চাই.....।
এক লোক স্কুলের টিচার । তার স্টুডেন্টরা হচ্ছে খুব খুব ছোটছোট বাবুরা। মানে চার থেকে পাঁচ বছর বয়সের বাবুরা ।
টিচারটা পিচ্চিদের A B C D শিখায় ।
একদিন টিচারটা ক্লাসে ঢুকল । সে সেইদিন ক্লাসে পিচ্চিদের "U" এর উচ্চারন শিখাবে । তো "U" এর উচ্চারন শিখানোর পর তিনি চেষ্টা করছিলেন বাচ্চারা নিজেরা যাতে "U" দিয়ে গঠিত কতগুলো ওয়ার্ড বলতে পারে ।
তাই তিনি পিচ্চিদের জিজ্ঞেস করলেন - বলতো "U" দিয়ে কি কি ওয়ার্ড হয়?
এক পিচ্চি লাফ দিয়ে উঠে বলল - Umbrella .
টিচার বলল - ভেরি গুড । এখন বলত Umbrella দিয়ে আমরা কি করি ?
এক পিচ্চি উত্তর দিল - বৃষ্টির সময় ব্যাবহার করি ।
এরপর টিচার বলল - "U" দিয়ে আর কি হয় ?
আরেক পিচ্চি লাফ দিয়ে উঠে বলল - Umpire
টিচার বলল - ভেরি ভেরি গুড । এখন বল Umpire কি করে ?
পিচ্চিটা কিছুক্ষণ ভেবে বলল - আম্পায়ার রা মানুষের রক্ত খায় ।
এখন দেখুন তো নিচের এই বাক্তি কে চিনতে পারেন কিনা ???
ইনি হচ্ছেন বাংলাদেশি ক্রিকেট ফ্যানদের কাছে সেই কুখ্যাত ভ্যামপায়ার আম্পায়ার - শ্রীলঙ্কার রুচিরা পাল্লিয়াগুরু । এই ব্যাটাই ছিল ২০১২ এশিয়া কাপের বাংলাদেশ vs ইন্ডিয়া খেলার থার্ড আম্পায়ার বা টিভি আম্পায়ার । আর এই ব্যাটাই সাকিবরে শয়তানি কইরা আউট দিছিল ।
মনে আছে কারও ???
যদিও অই খেলায় এরপর সাকিবরা জিতছিল তাও এই ব্যাটার উপর থেইকা রাগ যায় নাই ।
Shakib Al Hasan 49(31) vs India - Asia Cup
বিদেশি কৌতুক ১ - বার্থ কন্ট্রোল পিল
বিদেশি কৌতুক ২ - সাহসী ক্যাপ্টেন
বিদেশি কৌতুক ৩ - মেধাবী বিড়াল
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।