আমাদের কথা খুঁজে নিন

   

তামাটে চামড়াদের নাগরিকত্ব নাই

যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে এক প্রস্থ চামড়া গায়ে তারা রওনা দিতে পারলো বাড়তি কিছু নয়, রক্ত-শিরা-হৃদপিন্ড ঢেকে তামাটে চামড়ায় বাকী সব লজ্জাকে ফেলে যখন নাফ নদীর বুকে, তখনই সাগরের ফেনা থেকে ঘূর্ণি, বাতাসের উচাটান তীর থেকে আবার নিয়ে ফেললো বুদ্ধদেবের পায়ে। এক প্রস্থ তামাটে চামড়াই তাদের সম্বল তাই ঢেকে রাখে ধর্ম, তাই বেঁচে থাকা বর্ম এবার বুদ্ধদেব বললেন, ভদ্রে, ওটা রাখা যাবে না, খুলে ফেলতেই হবে! দেখো না আমার পুত্র-পুত্রীদের রাঙাদেহ তোমার চামড়ার আড়ালেই যেমন রাঙারক্ত ওটাই ঢেলে দাও, ওতেই কেবল নাগরিকত্ব।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।