আহসান জামান
আশ্চর্য দীর্ঘশ্বাস নেমে এলো প্রচন্ড শব্দে
বোধের আড়ালে ভাঙে এক বিরহ নদী, পুরানো মেঠোপথে
পায়েহাঁটা ক্লান্তির শেষ দৃশ্যরা কাঁদে একা।
আকাশে মেঘভীড়ে দুটো বুনোপাখি উড়তে উড়তে
হারিয়ে যায় অনায়াসে; ঠোঁটে রাখা আশার খড়-কুটো।
নিস্তব্ধ চারিপাশ, কেবল চোখের কয়েকটি নিরব-দৃশ্য, মাতোয়ারা;
এঁকে যায় রঙরেখা, প্রাচীন কৌতূহলে আর তুমি
উড়ছো খোলা চুলে; অমীমাংসিত।
বুকে জলপতনের বিষণ্ন শব্দ; ধূসর বিকেল
গিলে খায় অন্ধকার। নিভে যায় তামাটে আলোর হাহাকার।
রাখালীকরুণস্বর কাঁদায় একেলা। কে এক অন্ধ মানব!
হাতড়ে খোঁজে তেপান্তরের মাঠে পুরানো আলোর দিন ...
তোমার জানালায় মাধবীলতারা তখন মেতেছে, সান্ধ্যভোজন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।