মায়ানমারের রোহিঙ্গা-রাখাইন দাঙ্গা : দায় কি শুধুই বাংলাদেশের ? পোস্টের কমেন্ট । আমাদের পররাষ্ট্রমন্ত্রী মায়ানমার ইস্যুতে অনেক কঠোর অবস্থান নিয়েছেন । কিন্তু কি কারণে ভারত সীমান্তে কেউ মারা গেলে চোখ রাঙাতে পারে না তা বুঝতে পারলাম। নীতি : মানুষ বেশী, মানুষ কমান, ভাতের উপর চাপ কমান । আমাদের ভূখণ্ডে কাজ করার সময় আমারই এক বাংলাদেশী ভাইকে বিএসএফ বিনা অপরাধে গুলি করে হত্যার ১২ ঘণ্টা অতিবাহিত হলেও কোন আওয়াজ নাই সরকার এবং তার বাহিনী বিজিবির। কবি এখানে নীরব কেন? ভারতীয় বস্তা বস্তা টাকা আর আশীর্বাদে নির্বাচনে জিতে আসায়?? নিজ ভূখণ্ডে কর্মরত অবস্থায় ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত আর যারা সরকারকে রোহিঙ্গাদের দায়িত্ব নিতে বলছিল আমার কথাটা তাদের জন্য । যে সরকার নিজের জনগণ নিজের দেশের ভেতরে বাইরের দেশের নিরাপত্তা বাহিনীর হাতে নিহত হলে, ভাবিত হয় না । তারা আরেক দেশের জনগণ সেদেশের লোকের হাতে মারা যাচ্ছে, তাতে যদি ভাবিত হয়ে মানবতা বোধ সম্পন্ন কোন কাজ করবে তা বিশ্বাস করাই তো আহাম্মকি ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।