"আমাদের কোন পতাকা নেই" ........... আমরা একটা রক্তের মত লাল বারান্দাতে বসে তোমাকে একটা সবুজ টিপ পরিয়ে দিতে চেয়েছিলাম। তুমি বুঝলেনা। তুমি একটা সদ্য ফসলের মত সবুজ ক্ষেতে বসে একটা বড়সড় লাল টিপ পরে নিলে। তুমি আমাদের স্বাধীনতা দিলেনা, তুমি আমাদের রক্তে ভাসিয়ে দিলে। তুমি কঠোর তুমি নিষ্ঠুর তুমি বেহায়া।
আমরা তোমাকে মানিনা। আমরা বাঙ্গালী। আমরা সাঁওতাল। আমরা চাকমা। আমরা গারো।
আমরা হিন্দু। আমরা মুসলমান। আমরা বুদ্ধ। আমরা কারো যুদ্ধ না আমরা কারো রক্ত না আমরা কারো দাস না আমরা কারো ভিক্ষা না। আমাদেরকে তোমরা ভেঙ্গোনা আমাদেরকে তোমরা জুড়োনা আমাদেরকে তোমরা মেরোনা।
আমরা মুক্ত আমরা স্বাধীন আমরা নই কারো পরাধীন। আমরা কোন পতাকা মানিনা আমরা কোন পতাকা চিনিনা। পতাকা আমাদের কষ্ট দেয় পতাকা আমাদের রক্ত নেয় পতাকা আমাদের হীন করে পতাকা আমাদের ফসল খায়। আমরা পতাকা ছাড়া একটা সবুজ ক্ষেত চাই আমরা পতাকা ছাড়া একটা লাল ফুল চাই আমরা পতাকা ছাড়া একটা নীল নদী চাই আমরা পতাকা ছাড়া একটা হলুদ বাড়ী চাই। আমরা সবুজ আমরা লাল আমরা নীল আমরা হলুদ আমাদের কোন পতাকা নেই।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।