আমাদের কথা খুঁজে নিন

   

মুসলমানী আবেগ রোহিঙ্গাদের রক্ষায় সহায়ক হবে কি ?

বার্মা সরকারের চরম দমন-নীপিড়ন, ধর্ষণ, আর গণহত্যার শিকার রোহিঙ্গারা। সামরিক জান্তার সরকার তাদের কখনোই নাগরিক বলে স্বিকার করেনি। এমন কি বার্মার সংবিধানেও তাদের নাগরিকের স্বীকৃতি নাই। তথাকথিত শান্তির নোবলে বিজয় সুকীর মুখোশও খুলে গেল। এ মহিলাও সাম্প্রদায়ীক শয়তান।

পশ্চিমা রাষট্র ভ্রমণ করছেন সুকি, অথচ এ গণহত্যা ধর্ষণ নিয়ে তাকে সাংবাদিকরা কোন প্রশ্ন করছেনা। পশ্চিমা মিডিয়া কৌশলে একে এড়িয়ে যাচ্ছে। রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় না দেবার সরকারের সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। এ সাহসী, নৈতিক এবং অনিবার্য সিদ্ধান্ত বাংলাদেশকে মেরূদন্ড সোজা করে দাড়াতে সাহায্য করবে। রোহিঙ্গাদের জন্য আমাদের দরদ ভালোবাসার কমতি নাই, নির্যাতন-হত্যা-ধর্ষণ এসবের বিরুদ্ধে বাংলাদেশ সক্রিয়।

কিন্তু বার্মার অভ্যন্তরীণ বিষয়কে বাংলাদেশ কেন মাথা পেতে নিবে ? শয়তানের আখড়া পশ্চিমা সংবাদ মাধ্যম/সাহায্য সংস্থাগুলো বার্মা সরকারকে এ নির্যাতন বন্ধের চাপ না দিয়ে বা কঠোরতম অবস্থানে না থেকে উল্টো বালাদেশে রোহিঙ্গাদের আশ্রয় দেবার কথা বলছে। এটা কাম্য নয়, এটা অত্যন্ত লজ্জা জনক এবং হতাশা ব্যঞ্জক। রোহিঙ্গা ইস্যুকে মুসলমানী ইস্যু বিবেচনা না করে মানবতার বিরুদ্ধে হত্যার ইস্যু হিসেবে বিবেচনা করতে হবে, যদিও এটার পেছনে মুসলমানী অপরাধ কাজ করে। এ পরিস্থিতিতে আবেগী হবার সুযোগ নাই। কোন অধিকার এমনিতে আসে না, ব্যপাক প্রাণহাসী-লড়াই-সংগ্রাম-ত্যাগের মাধ্যমে তা অর্জন করতে হয়।

রোহিঙ্গাদের এটা বুঝতে হবে, বুঝাতে হবে। জন্মভূমি ত্্যাগ করা যাবেনা। মাথা আর হাত চালানোর যোগ্যতা রোহিঙ্গাদের অর্জন করতে হবে। নির্যাতনের মুখে বাংলাদেশে পালিয়ে আসা তাদের ভবিষ্যত প্রজন্মের জন্য গ্লানিকর। শতনির্যাতন সত্ত্বেও দৃঢ় কণ্ঠে বলতে হবে বার্মা তাদের জন্ম ভূমি।

ফেইসবুকে অনেকে হাসিনা+রোহিঙ্গাদের মুনাজাতের ছবি দিয়ে সরকারকে অমানবিক প্রমানের চেষ্টা করছেন। কিন্তু এতে খোদ রোহিঙ্গাদের ভবিষ্যত এবং বাংলাদেশের কি ভয়ানক ক্ষতি বয়ে আনবে তা চিন্তা করে দেখুন। এসব আবেগ নিয়েন্ত্রন করুন, জাতীয় স্বার্থকে বোঝার চেষ্টা করুন। পারলে আনতজাতিক ব্লগ/মিডিয়া/মানবাধিকার সংস্ধায় বার্মার বিরুদ্ধে রেখালেখি করুন। দেশীয় নোংরা রাজনৈতিক প্রতীহিংসার মনন দিয়ে রোহিঙ্গা সমস্যা কে ব্যাখ্যা করবেন না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।