বাংলায় কথা বলি,বাংলায় লিখন লিখি, বাংলায় চিন্তা করি, বাংলায় স্বপ্ন দেখি। আমার অস্তিত্ব জুড়ে বাংলা ভাষা, বাংলাদেশ। অদ্ভুত সমস্যায় পড়েছি পিসি নিয়ে। যখনই কারেন্ট সংযোগ দিই মানে দেয়ালের পয়েন্ট থেকে অন করি তখনই ব্যাপক স্পার্ক বের হয় পাওয়ার সাপ্লাই এর ফ্যানের কাছ দিয়ে। সাথে সাথে ঘরের সব লাইট আর ফ্যান বন্ধ।
মানে বাসার ফিউজ কেটে যায়।
আবার পাওয়ার সাপ্লাই বদল করে আরেকটা দিলাম। কাজ হল । কিন্ত এবার ধোয়া বের হতে শুরু করল। সেই সাথে বাবার পোড়ার গন্ধ।
ভয় পেয়ে তাড়াতাড়ি তার খুলে তবেই না রক্ষা।
এখন বুছতে পারছি না সমস্যাটা আসলে কি?
কেউ কি একটু সহযোগিতা করবেন। আমি আসলেই পিসি-র এ,বি,সি ও জানি না। তবে মিস্ত্রি পাওয়া কঠিন বলে নিজেকেই সব করতে হবে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।