আমাদের কথা খুঁজে নিন

   

পিসির নিরাপত্তায় সেফটি স্ক্যানার

কম্পিউটারের নিরাপত্তার জন্য microsoft এর নিজস্ব নিরাপত্তা software রয়েছে । মাইক্রোসফট সেফটি স্ক্যানার ( mss) নামের এ প্রোগ্রামটি নিরাপত্তার জন্য খুবই কার্যকর । এটি ব্যবহার করে কম্পিউটার থেকে ভাইরাস, স্পাইওয়্যার ও ম্যালওয়ারের মত ক্ষতিকর প্রোগ্রাম গুলো মুছে ফেলা যাবে । mss কম্পিউটার স্ক্যান করার পাশাপাশি operating system এর বাড়তি নিরাপত্তা নিশ্চিত করে ।তবে antivirus software এর মত কাজ করলেও এটি কোন বিকল্প antivirus নয় ।যদি কম্পিউটারে ব্যবহুত antivirus টি ভাইরাস বা ক্ষতিকর প্রোগ্রাম দূর করতে না পারে, সে ক্ষেত্রে এই সেফটি স্ক্যানারটি ব্যবহার করতে পারেন । Click This Link ঠিকানা থেকে নামিয়ে এটি computer এ install করতে হবে । টুলটি দিয়ে তিন ভাবে স্ক্যান করা যায় ।যে পদ্ধতিতে স্ক্যান করতে চান, সেটি নির্বাচন করে দিলেই স্ক্যান শুরু হয়ে যাবে ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.