আমাদের কথা খুঁজে নিন

   

দুটি সহজ ধাঁধা :::::বানর আর তৈলাক্ত বাশঁ ্ গাছ আর গাছ

" বনেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে " বানর আর তৈলাক্ত বাশঁ এক বানর একটি তৈলাক্ত বাশেঁর মাথায় উঠতে চায়। কিন্তু সে এক মিনিটে তিন মিটার উঠে আর পরের মিনিটে দুই মিটার নেমে যায়। যদি বাশেঁর দৈর্ঘ্য ১৫ মিটার হয়।তবে বাশেঁর মাথায় উঠতে তার কত সময় লাগবে?? গাছ আর গাছ আমাদের সরাষ্টমন্ত্রী সাহারা খাতুন একবার রাস্তার দুধারে গাছ লাগানোর চিন্তা ভাবনা করলেন। প্রাথমিক কাজ হিসাবে এক কিলোমিটার রাস্তার দু ধারে গাছ লাগানোর চিন্তা করলেন।এই এক কিঃমিঃ রাস্তার দুধারে ২৫ মিঃ দূরে দূরে কতগুলো গাছ লাগানো যায় তার দায়িত্ত আপ্নারে দিল। এখন হিসাব করে বলুনতো কতগুলো গাছ লাগবে???  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।