বাংলাদেশ ব্লগারস এসোসিয়েশন সদস্য নং: ১০ । facebook.com/milton3d
গতকাল ছিল সাপ্তাহিক ছুটির দিন। কিন্তু তাতে কি? অন্যান্য শুক্রবারের মত গতকাল পুরো দিনই অফিসের কাজে ব্যাস্ত ছিলাম। এমন করে সব শুক্রবারই কাটে। শুধু পার্থক্য একটাই, একঘন্টা দেরীতে ঘুম থেকে উঠা।
আর অনেকরাত করে বাড়ী ফেরা।
গতসকালে ঘুম ভেঙ্গেছে একটি দুঃসংবাদ দিয়ে। জানতে পারলাম আমার সামনের বাসার একটি লোক রোড এক্সিডেন্টে মারা গেছে রাতে। দুটি ছোট ছোট মেয়ে আর নয় মাসের অন্তসত্বা স্ত্রী রেখে পরপারে চলে গেছে। সকালেই মনটা বিষিয়ে গেল।
সে চাকুরী করতো একটি দুগ্ধ প্রক্রিয়াকরণ ও বিপনন কোম্পানীতে। অন ডিউটিতে ছিল। সে তার স্ত্রীকে বলেছিল ডিউটি থেকে ঘুরে এসেই তার অন্তসত্বা স্ত্রীকে বাড়ীতে পাঠিয়ে দিবে। কিন্তু কি হলো? তার লাশ নিয়ে তার স্ত্রী বাড়ীর দিকে রওনা দিলো। ছোট ছোট দুটি মেয়ে কাঁদছে।
লোকটির অফিসের কর্মকর্তা/কর্মচারী সারাদিন বাসার সামনে রাস্তায় ভীড় করে ছিল। তারা লোকটির অকাল মৃত্যুতে স্ত্রীকে ভবিষ্যতে তাদের কোম্পানীতে চাকুরী দেবার প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু যে গেলো সে তো আর ফিরে আসবে না। তার রূহের মাগফিরাত কামনা করছি।
আজসকালে মোবাইলে এসএমএস পেলাম এক বন্ধুর।
সে গতরাতে ছেলের বাবা হয়েছে। তার দ্বিতীয় সন্তান। আবার অফিসে ঢুকেই পিয়ন টেবিলে মিষ্টি দিয়ে গেলো। জানলাম আমাদের এক কলিগ ছেলে সন্তানের বাবা হয়েছে। খুশির খবর।
কিন্তু এটাই দুনিয়ার নিয়ম কেউ আসে আর কেউ যায়। কেউ কাঁদায় আর কেউ হাসায়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।