কত বাঘা বাঘা বোলারের আতঙ্ক তামিম ইকবাল কিনা শেষপর্যন্ত ‘বোল্ড’ হয়ে গেলেন আয়েশা নামের তরুণীর বলে। আয়েশা সিদ্দিকা, তামিম ইকবালের হবু সহধর্মিনী। আজ শনিবার সন্ধ্যায় এই জুটি আনুষ্ঠানিকভাবে ঘর বাঁধবেন।
এর আগে কাল শুক্রবার রাতে তাঁদের গায়ে হলদু হয়ে গেছে চট্টগ্রাম ক্লাবের টেনিস কমপ্লেক্সে। প্রায় সাড়ে তিন হাজার অতিথির উপস্থিতিতে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় গায়ে হলুদ।
একই দিন দুপুরে নগরের ধনিয়ালাপাড়া বায়তুস শরফ মসজিদে এই বিয়ের আকদ সম্পন্ন হয়। বিয়ের কাবিন ধরা হয়েছে ৫০ লাখ টাকা।
গায়ে হলুদের মঞ্চে প্রদর্শিত স্লাইডশোতে তামিমের বিভিন্ন আউট হওয়ার দৃশ্যগুলো দেখানো হচ্ছিল। শেষে পর্দায় ভেসে ওঠে ‘তামিম বোল্ড আয়েশা’।
তামিমের বিয়ে ও গায়ে হলুদে অংশ নিতে সাবেক তারকা ক্রিকেটার আতহার আলী খান, ফারুক আহমেদ, খালেদ মাসুদ, হাবিবুল বাশারেরা এখন চট্টগ্রামে।
তামিমের চাচা, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক আকরাম খান তো মহাব্যস্ত বিয়ের আয়োজন নিয়ে।
আকরাম খান বলেন, ‘তামিমকে নিয়ে মানুষের অনেক কৌতূহল আছে। তাই আমরা তাঁর বিয়ের অনুষ্ঠানটি বিভিন্ন পর্যায়ে সুন্দরভাবে করার চেষ্টা করছি। চট্টগ্রামে তিনটি অনুষ্ঠান শেষে ঢাকায়ও একটি অনুষ্ঠান করা হবে। ’
আজ শনিবার সন্ধ্যায় তামিম ও আয়েশার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।
টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে এই বিয়ে। প্রায় সাড়ে চার হাজার লোক বিয়েতে উপস্থিত থাকবেন বলে জানা গেছে। বিয়ের অতিথিদের কাচ্চি বিরিয়ানি খাওয়ানো হবে বলে জানা গেছে।
বিয়ে উপলক্ষে কাজির দেউড়ির খান বাড়িটি সাজানো হয়েছে বর্ণিল সাজে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।