আমাদের কথা খুঁজে নিন

   

তামিম কি পারবে আরও একবার আঙুল তুলতে? (আজও একাদশে নেই তামিম)

ভালো লাগে সরলতা, নির্মলতা, বন্ধুত্ততা, মিষ্টি হাসি, কোমলতা, গাছগাছালী লতাপাতা, এই তো। ছেলেটার প্রতিভা নিয়ে সংশয় ছিল না কোন কালেই। উপরন্তু তার দৃষ্টিনন্দন ব্যাটিং সব সাবেক গ্রেটদেরও বলতে বাধ্য করে "ওয়াও"। নিজদেশে নোংরা রাজনীতির শিকার হয়েও ছিলেন নিশ্চুপ, হাস্যময়। ভাগ্যিস ক্রিকেট দেবতা মেনে নেননি সে সব অন্যায়।

ফলাফল দারুণ। তার ক্রমিক তাণ্ডবের নিচে মাথা নুয়ে পড়ল তার সব সমালোচকেরও। পরের বেশকিছুদিন দেশ বিদেশের সব ক্যামেরার লেন্স খুঁজে ফিরল শুধু তাকেই। এমন একজনকে কে না চাই নিজ দলে। পাঁজাকোলা করে তাকে নিয়ে যাওয়া হল সীমান্তের ওপারে।

তার দৃষ্টিনন্দন ব্যাটিং, আন্তর্জাতিক স্বীকৃতি, সাম্প্রতিক তাণ্ডবলীলা সবকিছুই অর্থহীন হয়ে পড়ল দুই পাড়ের তিক্ততাই। এরপরও তামিম সেই তামিমই; নিশ্চুপ, হাস্যময়। আইপিএলে আজ তার প্রথম মাঠে নামার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে জানা গেল আজও সে একাদশের বাইরে। দলের ধারাবাহিক পরাজয়ের পরও তাকে একবার সুযোগ দেওয়ার প্রয়োজন মনে করল না তারা।

 ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।