my country creat me a ginipig রাঙ্গামাটি,(সিএইচটিনিউজ টোয়েন্টিফোর ডটকম):-রাঙ্গামাটি কারিগরি প্রশিক্ষন কেন্দ্রে (টিটিসি)’র তরিকুল ইসলাম (১৬) নামের এক ছাত্রকে পিটিয়ে গুরুতর আহত করেছে একই প্রতিষ্ঠানের উপজাতীয় ছাত্ররা। সে টিটিসির নবম শ্রেনীর ওয়েল্ডিং ট্রেডের শিক্ষার্থী। গতকাল সোমবার দুপুর ১১টায় বেশ কয়েকজন উপজাতীয় ছাত্র তরিকুলকে পিটিয়ে আহত করে। পরে সহপাটিরা অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে রাঙ্গামাটি সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনার পর টিটিসির শিক্ষার্থীদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে তারা ঘটনার প্রতিবাদে জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে এসে রাস্তায় ব্যারিকেড দেয়ার চেষ্টা চালায়। পরে পুলিশ এসে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে ছাত্ররা রাস্তা থেকে সরে আসে। প্রত্যক্ষদর্শি ও আহত ছাত্রের পিতা আবু তাহের জানান, একই প্রতিষ্টানের কুশল চাকমা, সোহাগ চাকমা, জ্ঞান চাকমা, এলিন চাকমা, জ্যোতিন্দ্র চাকমা সহ আরো কয়েকজন উপজাতীয় ছাত্র বেশ কিছুদিন যাবত তরিকুলের কাছ থেকে টাকা দাবি করে আসছিলো। সোমবার আবারো টাকা দাবি করলে তা দিতে অপরাগ হওয়ায় তরিকুলের উপর তারা হামলা করে পিটিয়ে আতহ করে টিটিসির কারখানার সামনে ফেলে রাখে। আহত ছাত্রের সহপাটিরা অভিযোগ করেন উপজাতীয় ছাত্ররা তরিকুলকে আহত করে ফেলে রাখলেও প্রতিষ্টানের অধ্যক্ষ বা কর্তৃপক্ষের কেউ তাকে উদ্ধার করেনি এবং হাসপাতালে ভর্তির পরও টিটিসির কোন শিক্ষক দুপুর পর্যন্ত তাকে দেখতে যাননি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।