আমাদের কথা খুঁজে নিন

   

মজার খবর – অবহেলায় কুকুরের মৃত্যু- তিন বছরের জেল এবং ১ হাজার ডলার জরিমানার আশঙ্কা

প্রবাসী ঘটনা ঘটেছে টরোন্টোর ভন এলাকায় গতকাল ১০ই জুন বিকাল সোয়া দুটোর দিকে। ২১ বছর বয়স্ক ম্যাথু আরবর ( Matthieu Arbour) স্ত্রী এঞ্জেলা লাজুরকো Angele Lazurko, (২০বছর) কে নিয়ে গেছিলেন শপিং করতে। তাদের রূপালী রঙের ডজ গাড়ীটা পার্ক করে গেছিলেন পার্কিং লট এ । পোষা কুকুরকে রেখে গেছিলেন গাড়ীর ভেতরে পেছনের সীটে। লাব্রাডর জাতের বাদামী রঙের কুকুরের শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য জানালা খুলে রেখে যেতেও ভোলেন নি।

কিন্তু বিধি বাম। অসহ্য গরম (৩০- ৩২ ডিগ্রী সেলসিয়াস পর্যন্ত) পড়ছে এখন টরোন্টোতে । সেই গরমই কাল হল কুকুরের জন্য। কুকুরকে গরমে হাসফাস করতে দেখে একজন পথিক শপিং মলের নিরাপত্তা কর্মীকে জানান। নিরাপত্তা কর্মী ৯১১ এ ফোন করে পুলিসকে জানান ঘটনা।

নিরাপত্তা কর্মী জানান যে তার তিন বছরের নিরাপত্তা কর্মীর চাকুরী জীবনে এমন ঘটনা ইতিপূর্বে দেখেন নি। তারা অল্প খোলা জানালার মধ্য দিয়ে ঠান্ডা পানি ঢেলে কুকুরকে সূস্থ্য রাখার চেস্টা করেন। এরপর আসেন অগ্নি নির্বাপন কর্মীরা । তারা বাম দিকের জানালার কাঁচ ভেঙ্গে অজ্ঞান অবস্থায় কুকুরটিকে উদ্ধার করেন। উদ্ধারকর্মীরা কুকুরের জ্ঞান ফেরাতে চেস্টা করেন।

কিন্তু সব চেস্টা বিফলে যায় এবং কুকুরটি মৃত্যুর কোলে ঢলে পড়ে। গতকাল ভন এ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রী কিন্তু দরজা বন্ধ গাড়ীর ভিতরে তা ছিল আরো বেশী। পুলিস গাড়ীটি আটক করে। Toronto human Society র Barbara Steinoff বলেন “ প্রতি বছর এই ধরনের দুর্ঘটনা ঘটছে অথচ একটু সতর্ক হলে এই অবহেলার মৃত্যকে প্রতিরোধ করা সদম্ভব। গাড়ীর ভিতর ঠান্ডা পানি রেখে এবং জানালা গুলো একটূ বেশী করে খুলে রেখে এই ধরনের দূর্ঘটনা এড়ানো সম্ভব।

সবচে ভাল হয় গরমের মধ্যে কুকুরকে বাইরে না আনলে। কুকুরটির মালিক হয়ত ভেবেছিলেন তারা অল্প কিছুক্ষনের মধ্যে ফিরে আসবেন” Ontario Society for the Prevention of Cruelty to Animals অবহেলায় কুকুরের মৃত্যুর দায়ে মালিকের বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছেন। তাদের বিরুদ্ধে “ causing unnecessary suffering to animals” অভিযোগ আনা হয়েছে। আগামী ১০ই জুলাই তাদেরকে আদালতে হাজির হতে হবে । মামলায় দোষী সাব্যস্ত হলে তাদের সর্বোচ্চ তিন বছরের জেল , এবং ১ হাজার ডলার জরিমানা, এই দুই উভয় শাস্তি হতে পারে।

প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে যে কুকুরদের ঘাম হয় না কারন তাদের ঘামের গ্রন্থি ( Sweat Glands ) নেই। তারা জিহ্বা দিয়ে পানি ফেলে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রন করে থাকে, যা খুব কার্য্যকরী নয়। কুকুরদের শরীরের স্বভাবিক তাপমাত্রা ৩৯ ডিগ্রী সেলসিয়াস। ৪১ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায় অল্প কয়েক মিনিটে কুকুর জ্ঞান হারিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়তে পারে। হ্যালিফ্যাক্সের পুলিস প্রধান আহ্বান জানিয়েছেন জনসাধারন যেন তাদের পোষা প্রানীকে গাড়ীর ভিতরে বন্ধ করে রেখে না যান।

ইতিমধ্যেই তারা বেশ কিছু জরুরী টেলিফোন পেয়েছেন এ ব্যাপারে। সূত্রঃ- Staff Torstar News Service ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.