আমাদের কথা খুঁজে নিন

   

থ্যালাসেমিয়া আক্রান্ত মুক্তা'কে বাঁচাতে এগিয়ে আসুন।

স্বাগতম আমার ব্লগে গার্মেন্টস শ্রমিক কামরুল হাসানের দুই মেয়ে মুক্তা এবং মনি। বয়স যথাক্রমে ৮ এবং ২ বছর। মুক্তা’র বয়স যখন দেড় বছর, তখন ওর থ্যালাসেমিয়া ধরা পরে। এটা ২০০৭ সালের ঘটনা। অস্বাভাবিক ব্যয়বহুল এই রোগের চিকিৎসার ভার বহন করতে গিয়ে বাবা যখন নিঃস্ব, তখনই উপস্থিত হয় মড়ার উপর খাড়ার ঘা’র মতো নতুন বিপদ; ঠিক দেড় বছর বয়সে মনি’র থ্যালাসেমিয়া ধরা পড়ে! থ্যালাসেমিয়া সম্পর্কে যাঁরা জানেন, তাঁরা বুঝতেই পারছেন জটিলতা! দুই মেয়েকে নিয়মিত রক্ত দিতে হচ্ছে! সবকিছু শেষ করার পর, বাবা কামরুল হাসান ধারদেনায় জর্জরিত! এদিকে মুক্তা’র নতুন সমস্যা।

পেটে একটি মাংসপিণ্ড (টিউমার জাতীয় কিছু) বেড়ে উঠছে। ইদানীং অবস্থা এমন হয়েছে, সে ঠিক মতো খেতে পারছে না। এরই মধ্যে ডাক্তার জানিয়েছেন সর্বোচ্চ ২ সপ্তাহের মধ্যে মুক্তা’র অপারেশন করে মাংসপিণ্ড অপসারণ করতে হবে। প্রয়োজন দেড় লক্ষাধিক টাকা। বাবা এখন চোখে অন্ধকার দেখা ছাড়া কিছু করার নেই।

তিনি বিত্তবান, হৃদয়বান সমাজের কাছে সাহায্যের আকুল আবেদন জানিয়েছেন। আমরা কি মুক্তা-মনির পাশে দাঁড়াতে পারি না? আসুন ফুটফুটে শিশুটির মুখ আলোয় ভরিয়ে তুলি। আপনার একটু সাহায্যের পরশ হয়তো আবার আলোকিত করবে মুক্তা’র জীবন। সাহায্য পাঠাবার ঠিকানা- MD. NAZMUL AHSAN Dutch-Bangla Bank Ltd. Account no. 175-101-9714 (লেখাটি তড়িঘড়ি করে তৈরি করেছি। আগামীকাল ডাক্তারি কাগজপত্রের স্ক্যান কপি ও মুক্তা-মনি’র ছবি সহ রিপোস্ট করা হবে।

) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।