আমাদের কথা খুঁজে নিন

   

থ্যালাসেমিয়া থেকে বাঁচতে বিয়ের আগে পরীক্ষা করার তাগিদ

মিলন, ঢাকা
নীরব ঘাতক হিসেবে চিহ্নিত ব্যাধি থ্যালাসেমিয়ার ব্যাপারে সচেতনতা সৃষ্টি করতে বিবাহ রেজিস্টারে এর পরীক্ষা বাধ্যতামূলক করার দাবি জানিয়েছে বাংলাদেশ সোসাইটি অব হেমাটোলজি। বৃহস্পতিবার এক আলোচনা সভায় সংগঠনটি এ দাবিসহ ৭ দফা সুপারিশ উপস্থাপন করে। সংগঠনটির দাবির মধ্যে আছে, সব সরকারি মেডিকেল কলেজে হেমাটোলজি বিভাগ চালু , ব্লাড ব্যাংক আধুনিকায়ন,বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেমাটোলজি বিভাগে ডিএনএ ল্যাবরেটরি স্থাপন,বোন ম্যারো ট্র্যান্সপ্ল্যানটেশন কেন্দ্র স্থাপন, প্রয়োজনীয় ওষুধে ভর্তুকি ও থ্যালাসেমিয়া ফেডারেশন গঠন। জাতীয় প্রেস ক্লাবে সোসাইটি অব হেমাটোলজির উদ্যোগে এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেব বিমান ও পর্যটন মন্ত্রী জি এম কাদের জটিল এ রোগের হাত থেকে রক্ষা পেতে জনমত গড়ে তোলার আহবান জানান। তিনি বলেন,'' বিবাহ রেজিস্টারে থ্যালাসেমিয়া সার্টিফিকেট রাখার যে দাবি করা হয়েছে, তা নিয়ে সামাজিক আন্দোলন করতে হবে।

'' ৮ মে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস। এটি একটি বংশানুক্রমিক রক্তরোগ। সংগঠনের সাধারণ সম্পাদক ডা. সালাহ উদ্দীন শাহ জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরিপ প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে প্রায় ৪ দশমিক ১ ভাগ মানুষ ' বিটা থ্যালাসেমিয়া'র বাহক। প্রতিবছর দেশে প্রায় ৬ হাজার শিশু থ্যালাসেমিয়া নিয়ে জন্ম গ্রহণ করে। আলোচনা সভায় সংগঠনের সভাপতি অধ্যাপক মো. জামিলুর রহমান ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেমাটোলজি বিভাগের অধ্যাপক এ বিএ এম ইউনুস উপস্থিত ছিলেন।


 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।