জীবন মানে শুধুই যদি প্রাণ রসায়ন/ জোছনা রাতে মুগ্ধ কেন আমার নয়ন। হ্যা শিরোনাম দেখে হয়তো ভাবছেন আমি কিছু জানতে চাচ্ছি ! আসলেই আমি জানতে চাই ! মনে আছে ? ২০১০ এর শেয়ার বাজার ?>>>>>>>> দেশের অল্প আয়ের মানুষগুলো তাদের ঘটি বাটি বেচে চলে এসেছিলো এই শেয়ার বাজারে ! আর তাদের শেয়ার বাজারে আসার জন্য আহবান করা হয়েছিলো বিভিন্য ভাবে, রোড শো হয়েছে , টিভিতে টক শো হয়েছে , বাজারকে তুলে দেয়া হয়েছে আকাশে ! মার্চেন্ট ব্যাংক গুলো তাদের লিমিট অতিক্রম করে লোন দিচ্ছিলো ১:১ এর জায়গায় দেয়া হয়েছিলো ১:৫ , দেখার কেউ ছিলো না ! হ্যা দেখার কেউ ছিলো না , হঠাৎ করে বাংলাদেশ ব্যাংক মার্চেন্ট ব্যাংক এর লোন সুবিধা বন্ধ করে দিলো ! একটা গাড়ি ১০০ কিলোমিটার গতীতে চললে সেটাকে হঠাৎ করে ব্রেক করলে যা হয় শেয়ার বাজারের সেই অবস্থা হলো , হঠাৎ করে লোন সুবিধা বন্ধ করে দেয়ায় , মার্কেট ফল করলো , শেয়ার এর দাম কমে আসতে শুরু করলো ! মানুষ নিস্ব হয়ে গেলো ! নিশ্বেস হয়ে যাওয়া মানুষ কিরতে পারে ? একের পর এক শেয়ার ব্যাবসায়ী সুইসাইড করতে লাগলো ! ঠিক তখন আমাদের অর্থনৈতিক অভিভাবক ঘোষনা করলেন , এরা সবাই ফটকাবাজ ! শেয়ার ব্যাবসায়ীরা সবাই নাকি ফটকাবাজ ! শুধু এই নয়, উনার একের পর এক বক্তব্য শেয়ার বাজারকে অস্থির করে তুলছিলো , এবং উনি এও বলেছিলেন আমি শেয়ার ব্যাবসা বুঝি না ! এবং এও বলেছিলেন শেয়ার বাজার নিয়া কথা বললে মার্কেট নাকি কমে যায় আমি এ নিয়ে কথা বলবো না ! বর্তমানে প্রতিটি শেয়ারের দাম কোথায় গিয়ে ঠেকেছে সবাই জানি আমরা ! আমরা সবাই এও জানি ১৯৯৬ সালে এই শেয়ার বাজারে এভাবেই ধ্বস নেমেছিলো এবং কারা সেটা সাথে জরীত ছিলো ! আর আজ শেয়ার বাজার ধংসের পিছনে কারা জরীত ? আমি জানতে চাই , আমাদের দেশের অভিভাবক কি পদক্ষেপ গ্রহন করেছিলেন ? কেন সেইসব দোষি ব্যাক্তিদের শাস্তি হচ্ছে না ? কেন সেই অর্থনৈতিক অভিভাবক এর বক্তব্যর ব্যাখ্যা চাওয়া হচ্ছে না ? কেন সেই সময়ের অর্থনৈতিক উপদেষ্টার একের পর এক বক্তব্য প্রদানের কারনে শেয়ার বাজার অস্থির হয়ে যাওয়ার ব্যাখ্যা চাওয়া হচ্ছে না ? মাননীয়া আপনি আমাদের অভিভাবক , অতএব আপনি যদি কোন পদক্ষেপ নিতে কার্পন্য করেন তবে আমরা কার ভড়ষায় থাকবো ? কেন শুধু মাত্র আপনার সরকার এর আমলেই শেয়ার বাজারে ধ্বস নামে ? বলতে পারেন ?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।