সমাজকর্মী আজকের ছাত্র নেতা আগামীদিনের জাতীয় নেতা। তাই প্রয়োজন ভালো ছাত্র নেতৃত্ব। অথচ জাতীয় নেতা তৈরীর এই কারখানাতেই নেমে এসেছে কালো মেঘের ছায়া। রাজনীতির নিয়ন্ত্রক হয়ে যাচ্ছে ব্যবসায়ী আর আমলারা। যাদের মূল উদ্দেশ্যই যেকোন উপায়ে টাকা বানানো।
শুনেছি '৬০ এর দশকে সবচেয়ে মেধাবী ছাত্ররা ছিল ছাত্র রাজনীতির প্রথম কাতারের সৈনিক। আস্তে আস্তে মেধাবীরা ছাত্র রাজনীতি থেকে সরে গেলো, ছাত্র রাজনীতিতে ঢুকে পড়লো দুর্বৃত্তায়ন। প্রায় বন্ধ হয়ে যাওয়ার পথে হাঁটা শুরু করলো মেধাবী, দেশের জন্য, সাধারন মানুষের জন্য জাতীয় নেতা তৈরীর এই কারখানা। ভালো'রা যায়গা ছেড়ে দিলে খারাপ'রা সেই যায়গা দখল করবে সেটাই স্বাভাবিক। কারন পৃথিবীতে কারো জন্যেই কিছু বসে থাকেনা।
তাই ছাত্র রাজনীতিকে গালি না দিয়ে, সুন্দর আগামী তৈরীর জন্য মেধাবীরা এগিয়ে আসুন....সরিয়ে দিন কালো মেঘের ছায়া, সেই প্রত্যাশাই প্রতিক্ষন। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।