অমায়িক একটা ছেলে। ওভার স্মার্ট কিছু মানুষ (আমারই কিছু বন্ধু বান্ধব) মনে করে গণজাগরণ,শাহবাগ (ব্লাব্লা....) এইসব হচ্ছে আধুনিকতা। আর হেফাজতে ইসলাম হচ্ছে কিছু ক্ষ্যাত মাদ্রাসার মানুষের দল।
যাদেরকে একটাই অনাধুনিক শিক্ষা দেয়া হয়েছে ইসলাম, যা কিনা সকল আধুনিক শিক্ষার জনক। পবিত্র কোরান যারা জন্মের পর থেকেই বুকের মাঝে জরিয়ে ধরে রাখে তারা কখনও কোরান শরীফ পুড়াতে পারবেনা ,আমি বিশ্বাস করিনা।
নবী-রাসূলের প্রতি তাদের ভালোবাসার বহিঃপ্রকাশ করতে এসে যে সকল ক্ষ্যাত মাদ্রাসার মানুষ নিহত হয়েছে তাদেরকে যেন আল্লাহ বেহেস্ত নাসিব করুক।
অনেক ভাংচুর, তান্ডব ,জ্বালাও পুড়াও করেছে এই মানুষগুলা, যা অনেকগুলা গণমাধ্যমের শিরোনাম, আমি আন্তরিকভাবে এবং অতিগোপনে ঐসকল গণমাধ্যমের প্রতি নিন্দা জানাই। আপনারা ইতিহাসের ভয়াবহ মানুষ হত্যার সক্ষী হতে পারলেন না। আপনার সামনে যখন আপনার ভাইকে হত্যা করা হবে তখন নিশ্চই আপনি লাশের পাশে বসে বসে কাঁদবেন না। আপনি কিভাবে বুঝবেন, গুলির মুখে দাঁড়িয়ে থাকা কতটা কঠিন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।