আমাদের কথা খুঁজে নিন

   

দুনিয়ার সবচাইতে বড় কয়েকটা প্রানী

দুনিয়ার কয়েকটা সবচাইতে বড় প্রানীর কথা শুনুন: প্রথমেই আমাদের পরিচিত গরু। এটার নাম চিলি, এটার উচ্চতা ৬ ফিট ৬ ইন্চি আর ওজন এক টনের কিছু বেশি। ছবি নীচে দেখুন: এর পর পৃথিবীর সবচাইতে বড় মিঠা পানির মাছ 'জায়ান্ট ক্যাটফিশ'। এটা থাইল্যান্ডে পাওয়া গিয়েছিল। এটা লম্বায় ৯ ফুট আর ওজন ৬৪৪ পাউন্ড।

ছবি দেখুন নীচে: এবার সবচাইতে বড় শুকর। এটার ওজন ৯০০ কিলোগ্রাম আর লম্বায় ৯ ফুট, বাড়ী চিন দেশে, ছবি দেখুন: এবার সবচাইতে বড় কুকুর, একটা বিশ্বস্ত প্রানী। এটার নাম হারকিউলিস, লম্বা ৪২.২ ইন্চি ওজন ১৭০ পাউন্ড, ছবি দেখুন: সবচাইতে বড় লাইগার (বাঘ আর সিংহির সংমিশ্রনে জন্মানো প্রানী)। হারকিউলিস নামক এই লাইগারটার ওজন ৯০০ পাউন্ড, বাড়ী আমেরিকা, ছবি নীচে: নীচে এটা হল স্টিং রে নামক একধরনের সামুদ্রিক প্রানী। এটার ওজন ৫৫ স্টোন বা ৩৫০ কিলো গ্রাম, এটাকে কাবু করতে ১৩ জন লোকের ৯০ মিনিট লেগেছে, ছবি দেখুন নীচে: নীচে এটা একটা হাঙরের ছবি, 'জায়ান্ট হোয়েল সার্ক', এটা পাওয়া গিয়েছিল চিনের উপকুলে।

এটা লম্বায় ১৮ মিটার আর এটার ওজন ৮ টন, ছবি দেখুন নীচে: সুত্র: http://www.oddee.com/item_96634.aspx ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।