আজ্ঞে হ্যাঁ উপরের ছবির ভবনটাই এখন দুনিয়ার সবচাইতে বড় ভবন, বিল্ডিং। সেন্চুরী গ্লোবাল সেন্টার নামের এই বিল্ডিংটা দুনিয়ার সবচাইতে বড় ভবন আর এটা চীনের চেংদু শহরে অবস্হিত। ভবনটা ১০০ মিটার উচু, লম্বায় ৫০০ মিটার আর এটা চওড়া ৪০০ মিটার। এটার ফ্লোর এরিয়া ১৭ লাখ বর্গ মিটার। এখানে ২ টা ৫ স্টার হোটেল, ম্যালা অফিস, সিনেমা হল, ওয়াটার পার্ক, সত্যিকার বীচ, যাদুঘর, প্রদর্শনী হল, নাট্যমন্চ আর কেনাকাটার জন্য প্রচুর দোকান পাট রয়েছে। এর কৃত্রিম সুর্য্য প্রায় আসলটার মতই তাপ দেয়, আছে ৪০০ মিটার বীচ যেখানে ভ্রমনকারীরা সত্যিকার বীচের মৃদমন্দ বাতাস পাবেন। চীনারা এটা তিন বছরে বানানো শেষ করেছে। আরো কিছু ছবি দেখুন: সুত্র: Click This Link Click This Link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।