"দুনিয়ার মজদুর এক হও"
অনাগত বিপ্লবের ডাক আমরা শুনছি। জনগণতান্ত্রিক বিপ্লব। । জনতার হৃদস্পন্দন আমরা অনুভব করেছি। লক্ষ লক্ষ কোটি কোটি খেটে খাওয়া মানুষের মেজাজ আমরা প্রত্যক্ষ করেছি।
গোটা বিশ্বব্যাপী বুর্জোয়া সংকট, আমাদের দেশের লুটেরা শ্রেণীস্বার্থ রক্ষাকারী শাসক শ্রেণীর সংকট এবং দেশের রাজনৈতিক ও অর্থনেতিক সংকট সমাজদেহকে আলোড়িত করছে।
বিপ্লব আসছে, আসবে। বিপ্লব হবে অনিবার্য, অবধারিত, অবশ্যম্ভাবী।
বাংলার শ্রমজীবী মানুষ তৈরী হও, সুসংগঠিত হও, ঐক্যবদ্ধ হও।
শহর ও গ্রামের গরীব মানুষ জোট বাঁধো, এক হও।
শৃংখল ছাড়া আমাদের হারাবার কিছু নেই, জয় করার জন্য আছে সারা দেশ সারা দুনিয়া।
বাংলার মেহনতী মানুষের সংগ্রাম দীর্ঘজীবী হোক।
দুনিয়ার মজদুর এক হও। । ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।