মনোরোগ আজম মাহমুদ তোমাকে হারানোর অনেকদিন পর তোমার সাথে আবার দেখা- চেনা শহরের চেনা রাস্তায়। দাঁড়িয়ে দু’চারটা কথা বলার ফাঁকে আমার চোখ আঁটকে গেলো রাস্তার এক পাগলের দিকে- তোমাকে সামনে রেখে পেছনের পাগলের দিকে পাগলের মতো তাকিয়ে আছি দেখে তুমি খুব বিরক্ত হচ্ছিলে হয়তো, ‘কোনো দিন পাগল দেখোনি’। মনে পড়ে তোমার আমার রূপশহরে একজন পাগলীকে দেখেছিলাম নগ্নবুকে আনমনে সারাশহর ঘুরে ফিরতো। অনেক দিন পর আজ পাগল দেখলাম এই ভাবে রাস্তায়। অথচ আজ কি অবাক- মনে হলো আমি আমাকেই দেখছি ফেলে আসা কতো শতাব্দি পেছনে রেখে। কি করে তোমার দিকে মুখ ফেরাই? ১৪.০৫.২০১২
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।