আমাদের কথা খুঁজে নিন

   

অদ্ভুত একটা মনোরোগ আমার!

জীবনের জন্যই এই সব কথামালা আজকাল নিজেকে বড্ড অসহায় আর নিঃসংগ মনে হয় হাজার কথার ঘুরপাক মনে; কিন্তু কাউকে বলা হয়ে উঠেনা অব্যক্ত কথামালার যন্ত্রণায় ভূগি। মানুষের ভিড়ে নাকি হাটা যায়না, শব্দে কান পাতা যায়না- তবুও অদ্ভুত এই আমি মানুষের নাগাল পাইনা; কিংবা দেখাই হয়ে উঠেনা আমার দু’চোখে যেন একটা আধার স্থায়ী আবাস গড়ে! আমার ইচ্ছের অপূর্ণতা, আমার অব্যক্ত কথামালা স্বপ্নভংগের বেদনা আর কাংখিত মানুষের স্বল্পতা বড্ড পীড়া দেয়; অযথা উড়াউড়ি করে আবৃত মন আকাশে শাসনহীন কিংবা অবাধ্য সব; আমি যেন কি একটা মনোরোগে ভূগি। একটা মনোরোগকে পুষে রাখার যন্ত্রণা কিংবা দায় ও আমার জানা আছে; বেওয়ারিশ আরো কিছু উদ্ভট চিন্তার জন্ম একটা অভিভাবকহীন সমাজ আর উদ্ভট একটা দুনিয়া – বিকৃত সব বিশ্বাসবোধ আমার পাশে; ধূর, ছাই! আমি কিচ্ছুই ভালোভাবে ভাবতে পারিনা।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.