ভালো থেকো বন্ধুরা 1. এক কথায় প্রকাশ কর::যা অধ্যায়ন করা হয়েছে’ গঠিত অধিত অধীত অধ্যায়িত অধ্যয়নকৃত 2. দিন ও রত্রির সন্ধিক্ষন পূর্বাহু গোধুলি সায়াহু অপরাহু সন্ধ্যা 3. যিনি বক্তৃতা দানে পটু নেতা সুবক্তা তর্কবাগীশ বাচাল বাগ্নী 4. কষ্টে অতিক্রম করা যায় না যা দুর্নিবার দুর্লভ বন্ধুর দুরতিক্রম্য দুর্গম 5. The rose is a fragrant flower’ এর সঠিক অনুবাদ কোনটি? গোলাপ সুগন্ধি ফুল গোলপ কমনীয় ফুল গোলাপ নয়ন-নন্দন ফুল গোলাপ মোহনীয় ফুল গোলাপ ক্ষনস্থায়ী ফুল 6. কোন অংশকে পত্রের গভাংশ বলা হয়? সম্মোধন অংশকে ঠিকানা অংশকে মুল বিষয় অংশকে খামের উপরি অংশকে লেখকের সাক্ষর অংশকে 7. কে জানে দেশে সুদিন আবার আসবে কিনা’ এ বাক্যটি কি প্রকাশ করে? হতাশা সন্দেহ অনিশ্চয়তা আশা সম্ভাবনা 8. প্রদীপ নিভে গেল বাক্যটি কোন অতীত কালের? পুরাঘটিত ঘটমান সাধারণ নিত্যবৃত্ত নিত্য অতীত 9. আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী আমি কি ভুলিতে পারি’- এর রচয়িতা কে? আলতাফ মাহমুদ আঃ গাফফার চৌধুরী আল মাহমুদ শামসুর রহমান 10. বিপরীত শব্দ প্রশ্ন নং ১০ থেকে ১১ পর্যন্ত)::::: ১০.সংশয়’ প্রত্যয় বিস্ময় নিঃসয় নির্ভয় দ্বিধা 11. ’আরোহণ’ বিসর্জন অবরোহণ নিম্নগমন গমন নির্গমন 12. সূর্য-এর প্রতিশব্দ কি? আদিত্য ঋভু সধাংশু শশাংক বিধু 13. পল্লীকবি জসীমউদ্দীন রচিত গ্রন্থ কোনটি? দোলন চাপা ব্যাথার দান শেষের কবিতা সোজন বাদিয়ার ঘাট সোনার তরী 14. কোনটি শুদ্ধ বানান? (প্রশ্ন ১৪ থেকে ১৫ পর্যন্ত): আলস্যতা অলস্য আলস্য আলসতা আলশ্য 15. ঘূর্ন্যমান ঘূর্নায়মান ঘূর্নায়মান ঘুর্নায়মান ঘূর্ণায়মান 16. কোনটি প্রতিশব্দ নয়?(প্রশ্ন নং ১৬ থেকে ১৮ পর্যন্ত): আগুন অনল বহ্নি পাবক শিখা কর 17. আনন্দঃ উল্লাশ দিপ্তী খুশি আহলাদ প্রীতি 18. বন অটবী বনানী বিপিন সরোজ কুঞ্জ 19. সঠিক অর্থ কোনটি?(প্রশ্ন ১৯ থেকে ২৩ পর্যন্ত): হাতের পাচ’ নিকটজন শেষ সম্বল পরমাত্মীয় অধিক সম্পদ বন্ধু 20. চাঁদের হাট’ আনন্দ উৎসব বন্ধুদের সমাগম আত্মীয় সমাগম প্রিয়জন সমাগম মুরব্বীদের সমাগম 21. কাক নিদ্রা’ কাকের ন্যায় অল্প নিদ্রা কপট চিন্তা অগভীর নিদ্রা পরের অনিষ্ট চিন্তা নিদ্রার ভান করা 22. শিরে-সংক্রান্তি’ মহাবিপদ আসন্ন বিপদ মাথা যন্ত্রনা মাথার বোঝা শুভ সংবাদ 23. এক চোখা’ এক চক্ষু বিশিষ্ট পক্ষপাতহীন পক্ষপাতদুষ্ট এক চোখ কানা যার পক্ষপাদুতুষ্ট
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।