আমি অমানুষ, সব মানুষের সাথে আমার বাস। নাকি মানুষ আমি, আমার বসবাস সব অমানুষের সাথে আমি একটি সরকারি বিশ্ব্যবিদ্যালয় থেকে সদ্য ইকোনোমিক্স এ অনার্স শেষ করেছি, এবার রেজাল্ট এর আশায় আছি।
৩৩তম বি সি এস ও দিলাম। ৬০এ নিলে হবে ইনশাল্লাহ। কিন্তু যদি না হয়.....?
ভাবছি, বি সি এস এ লিখিত পরীক্ষা দিতে না পারলে তার আশা একবারেই ছেড়ে দিব।
মনে মনে ভাবছি জি আর ই করবো। শুনেছি আমেরিকা এবং ক্যানাডার জন্য নাকি জি আর ই টাই ভাল।
এখন জি আর ইতেই কি ভারে ভর্তি হতে হয় তা শুধু জানি। স্কলারশীপের আবেদন থেকে শুরু করে বাদ বাকি কি কি কাজ করতে হবে, কিভাবে করতে হবে, কোথায় করতে হবে, কখন করতে হবে? তা ভার করে জানি না।
শুনেছি আমেরিকাতে স্কলারশীপে গেলে ওদের এখানে ২বছর মেয়াদি মাস্টার্স করতে হয়।
এবং আবেদনের সময় কোন একটি প্রোপোজাল সাবমিট করতে হয়।
সমস্যাটা এখানেই। ইকোনোমিক্স এ আমার রেজাল্টও মোটা মোটি ভাল কিন্তু এই রিসার্চ এ আমি একরারেই ঘোড়ার ডিম।
রিসার্চ ছাড়া কি শুধু মাস্টার্স এর জন্য স্কলারশীপ পাওয়া যায় না? নাকি ক্যানাডা, আমেরিকা বাদদিয়ে স্ক্যানডেনেভীয়ান কোন দেশের চিন্তা করবো?
সামু ভাইদের কাছে বলছি, একটু সাজেসন প্লিজ, অথবা কোন লিঙ্ক দিন প্লিজ। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।