শুভ সকাল। আমি খুব বিপদে পড়েছি। প্লিজ সাহায্য করুন। আমার কিছু জরুরী ফাইল Lockdir.exe ফোলডারে পাসওয়ার্ড দিয়ে রেখেছিলাম আমার পিসি তে। কম্পিউটার ভাইরাস এফেক্টেড হবার কারনে গতকাল Avast Antivirus ইনষ্টল দেই।
তারপর ভাইরাস ক্লিন করার পর দেখি আমার D: drive এ Lockdir.exe ফোলডার টা নেই। মাথা পুরা আউলা হযে গেল। EASEUS Data Recovery ইনষ্টল করে ডিলিট হওয়া ফাইল উদ্ধার করলাম। আমার হারানো Lockdir.exe ফোলডার টাও উদ্ধার হলো। কিন্তু যখন সেটা Open করি তখন সে আমার আগের দেয়া পাসওয়ার্ড চায় না।
আবার নতুন করে পাসওয়ার্ড আর কনফার্ম পাসওয়ার্ড চায়। আমি জানি এই ব্লগে অনেক টেকি ভাই ও বোনেরা আছেন। প্লিজ প্লিজ প্লিজ, Lockdir.exe file উদ্ধার করার জন্য সাহায্য করুন। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।